কিছুতেই কিছু হল না! এবার টস জিতে আগে বোলিং নিয়েও প্রতিপক্ষকে কম রানে আটকে ফেলা যায় নি। হাশিম আমলা আর এবিডি ভিলিয়ার্সের ব্যাটিং দাপটে কুপোকাত টাইগার বোলাররা। বুধবার শেষ পর্যন্ত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩৫৩ রান করে দক্ষিণ আফ্রিকা। ইতিহাস জানাচ্ছে বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ২০০৮ সালে বেনোনিতে ৩৫৮ এখনও সর্বোচ্চ।
লাল-সবুজদের বিপক্ষে এ নিয়ে সপ্তমবার সাড়ে তিনশর বেশি রান করেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচে ১০৪ বলে ১৭৬ রান করেছেন ডি ভিলিয়ার্স। আমলার ব্যাটে ৮৫।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রুবেল হোসেন। ৬২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। ৬০ রানে ২ উইকেট নিয়েছেন সাকিব। কিন্তু অন্যরা ব্যর্থ। ৯ ওভারে ৭১ রান দিয়েছেনতাসকিন আহমেদ। ১০ ওভারে ৮২ রান দিয়ে মাশরাফি কোন উইকেটই পানি। ওয়ানডেতে । ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ওভারে ৮০ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট ম্যাশ। এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে বোলিংটাই করলেন ওয়ানডে অধিনায়ক। বল হাতে অন্যরকম অভিজ্ঞতা হল মাশরাফির!
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৫৩/৬ (আমলা ৮৫, ডি কক ৪৬, ডু প্লেসিস ০, ডি ভিলিয়ার্স ১৭৬, দুমিনি ৩০, বেহারদিন ৭**; মাশরাফি ০/৮২, তাসকিন ০/৭১, সাকিব ২/৬০, নাসির ০/৪৯, রুবেল ৪/৬২, সাব্বির ০/১১, মাহমুদউল্লাহ ০/১৬)।
Discussion about this post