বার্মিংহামের এজবাস্টনে গতকাল বল গড়িয়েছে সকাল থেকেই, কিন্তু দিনের শেষে আলোচনার কেন্দ্রে ব্যাট-বলের ধুন্ধুমার নয়-আলোচনায় উঠেছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ।
ইংল্যান্ড বনাম ভারতের দ্বিতীয় টেস্টে দায়িত্ব পালন করছেন এই এলিট প্যানেল আম্পায়ার। আর প্রথম দিনেই তার দুটি সিদ্ধান্ত ঘিরে শুরু হয়ে গেছে বিতর্ক, ইংলিশ মিডিয়া থেকে ড্রেসিংরুম-সবখানেই।
ক্রিস ওকস ছিলেন আগুনে মেজাজে। প্রথম স্পেলেই তুলে নিয়েছেন লোকেশ রাহুলের উইকেট। কিন্তু এরপর দুইটি এলবিডব্লু আবেদনে শরফুদ্দৌলা ‘না’ বলেন। রিভিউয়ে দেখা যায়, দুটি বলই স্টাম্পে লাগত-তবু ‘আম্পায়ার্স কল’-এর কারণে বহাল থাকে নট আউট। যশস্বী জয়সোয়াল ৮৭ রানে, করুণ নায়ার ৩১ রানে আউট হন পরে-তবে ততক্ষণে ম্যাচ ভারতের দিকে ঢলে পড়েছে। ইংল্যান্ডের ক্ষুব্ধ শিবির মনে করে-ওই দুটি উইকেট পেলে হয়তো ছবিটাই বদলে যেত।
দিন শেষে ওকস সংবাদ সম্মেলনে স্পষ্টতই বলেন, ‘আপনি যদি বল ছেড়ে দেন আর বল স্টাম্পে যায়-তাহলে সেটা আউট হওয়া উচিত, আম্পায়ার্স কল থাকুক বা না থাকুক।আমরা সকালেই ৩০ রানে ৩ উইকেট নিতে পারতাম। তখন ম্যাচটা একরকমই হয়ে যেত।’
আম্পায়ারদের জন্য প্রযুক্তি যতই সহায়ক হোক, সিদ্ধান্তের শেষ ধাপটি এখনও একজন মানুষের হাতেই। আর সেই ‘মানুষ’ যদি শরফুদ্দৌলার মতো আন্তর্জাতিক পরিচিতি পাওয়া আম্পায়ার হন, তাহলে প্রতিটি ভুল-শুদ্ধতেই আলোচনার ঝড় উঠবে!
Discussion about this post