সাবেকদের তালিকায় চলে গেলেন শচীন রমেশ টেন্ডুলকার। শনিবার বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। চলুন একনজরে দেখে আসি এই কিংবদন্তির বর্নীল ক্যারিয়ার-
পুরো নাম : শচীন রমেশ টেন্ডুলকার
জন্ম : ২৪ এপ্রিল, ১৯৭৩, মুম্বাই, মহারাষ্ট্র
দল : ভারত, এশিয়া একাদশ, মুম্বাই, মুম্বাই ইন্ডিয়ানস, ইয়র্কশায়ার
ডাক নাম : টেন্ডেলা, লিটিল মাস্টার
উচ্চতা : ৫ ফুট ৫ ইঞ্চি
ব্যাটিং
ম্যাচ রান সর্বোচ্চ গড় ১০০ ৫০
টেস্ট ২০০ ১৫৯২১ ২৪৮* ৫৩.৭৮ ৫১ ৬৮
ওয়ানডে ৪৬৩ ১৮৪২৬ ২০০* ৪৪.৮৩ ৪৯ ৯৬
টি-টুয়েন্টি ১ ১০ ১০ ১০.০০ ০ ০
বোলিং
ম্যাচ বল রান উই. গড় ইকো.
টেস্ট ২০০ ৪২৪০ ২৪৯২ ৪৬ ৫৪.১৭ ৩.৫২
ওয়ানডে ৪৬৩ ৮০৫৪ ৬৮৫০ ১৫৪ ৪৪.৪৮ ৫.১০
টি-টুয়েন্টি ১ ১৫ ১২ ১ ১২.০০ ৪.৮০
টেস্ট অভিষেক : পাকিস্তান, করাচি ১৯৮৯
শেষ টেস্ট : ওয়েস্ট ইন্ডিজ, মুম্বাই ২০১৩
ওয়ানডে অভিষেক : পাকিস্তান, গুজরানওয়ালা ১৯৮৯
শেষ ওয়ানডে : পাকিস্তান, ঢাকা, ২০১২
টি-টুয়েন্টি অভিষেক : দক্ষিণ আফ্রিকা, জোহানেসবার্গ ২০০৬
Discussion about this post