ক্রিকবিডি২৪,কম রিপোর্ট
বিদেশি দলগুলোর কাছে অস্ট্রেলিয়ার দূর্গ হিসেবে পরিচিত ব্রিসবেনের গ্যাবার ২২ গজ। কিন্তু সেখানেই ৩২ বছর পর মঙ্গরবার ইতিহাস গড়ল ভারত। শুভমন গিল, চেতেশ্বর পুজারাও ঋষভ পন্টের ব্যাট চড়ে ৩ উইকেটের অসাধারণ এক জয় তুলে নিলো টিম ইন্ডিয়া। একই সঙ্গে ৪ ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল সফরকারীরা।
অসাধারণ এ জয়ে উচ্ছ্বসিত উচ্ছ্বসিত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ২০০৪ সালে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করে বর্ডার গাভাস্কার ট্রফি ধরে রেখেছিলেন তিনি। আর এবার অসাধারণ একটি সিরিজে জয়। স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত সাবেক ভারতীয় অধিনায়ক। আর নিজের এই উচ্ছ্বাস প্রকাশ করলেন টুইটারে। এমনকি, বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার দরুণ ভারতীয় দলের জন্য পাঁচ কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছেন, একটি অসাধারণ জয়। অস্ট্রেলিয়ায় গিয়ে সেখানে টেস্ট সিরিজ এভাবে জিতে আসা, অবশ্যই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিসিসিআই ঘোষণা করছে দলের জন্য পাঁচ কোটি টাকা বোনাস দেওয়া হবে। এই জয়ের মূল্য কোনও সংখ্যার থেকে অনেক বেশি। শুভেচ্ছা এই সফরকারী দলের প্রতিটি সদস্যকে।’
এই সিরিজ জয়ের ফলে টানা ৬ বছর অস্ট্রেলিয়ার মাটিতে অপরাজিত রইল ভারত। শেষবার ২০১৪-১৫ সালে ভারতকে নিজেদের মাঠে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
Discussion about this post