ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অন্তর্জালের সোশাল মিডিয়ায় কোন অ্যাকাউন্ট নেই তার। অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পরই দেখা মিলছে বিসিবি প্রধান নাজমুল হাসানের নামে একের পর এক অ্যাকাউন্ট। ফেসবুকে ভুয়া আইডি খোলা হচ্ছে তার নামে। এরপর ভুয়া আইডি থেকে করা মন্তব্য নিয়ে চলছে ট্রল। যা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ব্যাপারটি চোখে পড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি।)
এ অবস্থায় ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট সরাতে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। এ রকম বেশ কিছু আইডি বন্ধ করে দেওয়া হয়েছে এরইমধ্যে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীকে বুধবার এ বলেছেন, ‘আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। এরই মধ্যে ব্যবস্থাও নেওয়া হয়েছে। দু-তিনটি আইডিকে চিহ্নিত করা হয়েছে আর বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু আইডি দেশের বাইরে থেকে খোলা হয়েছে। সেগুলোও বন্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।’
নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়ে রাখলেন বিসিবি সভাপতি নাজমুল হাসানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। নিয়ে ফেসবুকে নেই।
কিন্তু তার নামে অ্যাকাউন্ট সয়লাব। আইপিএল খেলতে সাকিব আল হাসানের ছুটি নেওয়া, নাসির হোসেনের বিয়েসহ নানা ঘটনা নিয়ে তার নামে খোলা ভুয়া আইডি থেকে স্ট্যাটাস, মন্তব্য পোস্ট করা হচ্ছে। এরপর তা নিয়ে ট্রল হচ্ছে ফেসবুকে।
Discussion about this post