প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে ‘লিজেন্ডস অব রূপগঞ্জের’ আনুষ্ঠানিক যাত্রা শুরুর দিনে মঙ্গলবার প্রানবন্ত বক্তব্য রাখলেন শচীন টেন্ডুলকার। সেখানে ক্লাবের স্বত্বাধিকারি তার প্রিয় বন্ধু লুৎফর রহমান বাদলের জন্য শুভকামনাও থাকল। সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন শচীন বললেন, ‘বন্ধু বাদলকে শুভেচ্ছা। তার আমন্ত্রণেই আমি লিজেন্ডস অব রূপগঞ্জের লোগো উন্মোচন অনুষ্ঠানে এসেছি।’
এখানেই শেষ নয়, নিজেদের বন্ধুত্বার গল্প শোনাতে গিয়ে বললেন, ‘আসলে আমরা দু’জন অনেক কিছুই ভাগাভাগি করি। ওর ক্রিকেট কমিটমেন্টের তুলনা নেই। এ কারণেই তিনি যে তিন ক্লাবের দায়িত্ব নিয়েছেন সেই দলই শিরোপা জিতেছে। এছাড়া বাংলাদেশের দুই শীর্ষ তারকা সাকিব আল হাসান আর তামিম ইকবাল তার দলে খেলছে। আশা করছি আগামীতে এই দল থেকে আরও তামিম-সাকিবের জš§ হবে।’
মঙ্গলবার বাদলের ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জের লগো আর জার্সি উন্মোচন করতে ঢাকা আসেন ভারতীয় ক্রিকেট গ্রেট শচীন।
এই লিজেন্ড আরো বলছিলেন, ‘আমার কাছে বাংলাদেশে আসা সবসময়ই একটা বিশেষ উপলক্ষের। এ দেশে আমার অনেক সুখস্মৃতি আছে। প্রথম আসা ১৬ বছর আগে। ১৯৯৮ সালে। ২০০৪ সালে এখানে আমি সুনীল গাভাস্কারের সমান ৩৪ টেস্ট সেঞ্চুরি করি। এরপর শততম শতক হাঁকানোর অবিস্মরণীয় স্মৃতিটিও এই ঢাকায়। ’
একইসঙ্গে বন্ধু বাদলের এই মিশনে শুভকামনাও থাকল শচীনের। বললেন, ‘বন্ধু বাদলের দলের প্রতি অনেক শুভেচ্ছা।’
Discussion about this post