ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অপরাধী হলে নিশ্চিত ক্যারিয়ারটাই শেষ হয়ে যেতো তার। কারণ ধর্ষককে তো আর জাতীয় দলে খেলানো যায় না। কিন্তু তদন্ত শেষে রক্ষা পেলেন দানুশকা গুনাথিলাকা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চলার সময় শ্রীলঙ্কান এই ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণে জড়িত থাকার অভিযোগ উঠে। তদন্তের শুরুতে দোষী মনে হলে তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বরখাস্ত করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
এবার পুরো তদন্ত শেষে পুলিশ রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। জানা গেছে, গুনাথিলাকা সরাসরি এ অপরাধে জড়িত ছিলেন না। এজন্য এসএলসি ৬টি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করেছে তাকে।
তারপরও আচরনবিধি ভাঙ্গার জন্য শাস্তি পেলেন তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন মধ্যরাতের মধ্যে হোটেল কক্ষে থাকতে হয় ক্রিকেটারকে। পাশাপাশি রুমে কোন অতিথি আনা যায় না। এই দুটো নিয়মই ভাঙ্গেন গুনাথিলাকা।
২৭ বছর বয়সী এই ক্রিকেটার তার হোটেলকক্ষে নরওয়ের এক নারীকে নিয়ে আসেন। পরে ওই নারী ধর্ষণের অভিযোগ তুলেন। অবশ্য সেই অভিযোগ তার বিরুদ্ধে নয়। তিনি দাবী করেন যৌন নির্যাতনের শিকার হয়েছেন। সেখানে হাজির ছিলেন গুনাথিলাকা।
লঙ্কান পুলিশ এরইমধ্যে এই ব্যাটসম্যানের বন্ধুকে আটক করেছে। এর আগে গত বছরও শৃঙ্খলা ভেঙ্গে আলোচনায় এসেছিলেন গুনাথিলাকা। ৬ ম্যাচে নিষিদ্ধ করা হয় তাকে। পরে তিন ম্যাচে নিষেধাজ্ঞা স্থগিত করা হয়।
Discussion about this post