চট্রগ্রাম ফের ক্রিকেট নগরী। গত শনিবার থেকেই দ্বিতীয় রাজধানীতে শুরু হয়ে গেল ক্রিকেট উত্তাপ। কেননা, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই ক্রিকেট দলই যে এখন বন্দরনগরীতে। এরইমধ্যে রোববার অনুশীলনও করল তারা। সফরে সাকিব আল হাসানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী শিশির।
৪ ফেব্রুয়ারি চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহীম এবং অ্যাঞ্জেলো ম্যাথুসরা। এরপর সেখানেই দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
দুই দলই উঠেছে হোটেল পেনিনসুলায়। সেখানে নিরাপত্তার কোন কমতি থাকছে না। কারনটাও সংগত। কিছুদিন আগেই চট্টগ্রাম সফরে আগ্রাবাদ এলাকায় ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হোটেলের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটে। তারপর সফর বাতিল করে দলকে ফেরার নির্দেশ দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সেই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে সজাগ নিরাপত্তা কর্মীরা।
সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ইনিংস ও ২৪৮ রানে জিতেছে শ্রীলঙ্কা।
Discussion about this post