ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী এপ্রিলের প্রথম দিকে তৃতীয় ধাপে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু তেমনটি হচ্ছে না। হঠাৎ-ই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার পরিবর্তন করেছে সূচি।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, বাংলাদেশ দল করাচিতে পৌঁছাবে ২৯ মার্চ। ৩০-৩১ মার্চে হবে অনুশীলন। ১ এপ্রিল করাচি ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম ওয়ানডে। আগের সূচি অনুযায়ী যেটি হওয়ার কথা ছিল ৩ এপ্রিল। ওয়ানডের পর তিন দিনের অনুশীলন শেষে করাচি টেস্ট খেলবে বাংলাদেশ, যেটির শুরু ৫ এপ্রিল। টেস্ট শুরুর তারিখটা অবশ্য ঠিকই থাকছে। এগিয়েছে শুধু পাকিস্তানে যাওয়া তারিখ ও অনুশীলন সেশনের সংখ্যা।
পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরিচালক জাকির খান পরিবর্তিত সূচি নিয়ে বলেছেন, ‘পিসিবি যেকোনো বিষয় সহজ করতে পারলেই খুশি। বাংলাদেশকে আরও বাড়তি কিছুদিন করাচিতে আতিথেয়তা দিতে পারলে আমরা আনন্দিতই হব। করাচির ম্যাচ ঘিরে এরই মধ্যে দারুণ রোমাঞ্চ-আলোচনা তৈরি হয়েছে। পিসিবি আশা করছে সমর্থকদের প্রত্যাশা পূরণে জমজমাট ক্রিকেটই দেখা যাবে।’
আগের সূচিতে করাচিতে বাংলাদেশ দলের থাকতে হতো ৯ দিনে। কিন্তু নতুন সূচির কারণে সে সময় বেঁড়ে দাঁড়াল ১২ দিনে।
পাকিস্তান সফরের নতুন সূচি:-
২৯ মার্চ-বাংলাদেশ দল পৌঁছাবে পাকিস্তানে
৩০-৩১ মার্চ-অনুশীলন
১ এপ্রিল-প্রথম ওয়ানডে, করাচি জাতীয় স্টেডিয়ামে
২-৪ এপ্রিল-অনুশীলন
৫-৯ এপ্রিল-করাচি টেস্ট
Discussion about this post