চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের শক্তি যাচাই করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে হতাশ করেছে টাইগাররা। ব্যাটিং-বোলিং কোনো দিকেই জ্বলে উঠতে পারেননি ক্রিকেটাররা, যা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। তবে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র ৬ রান করে আউট হন। সৌম্য সরকার কিছুটা ইতিবাচক শুরু করলেও ৩৫ রান করে রান আউট হয়ে ফেরেন।
অধিনায়ক শান্ত (১৩), মেহেদী হাসান মিরাজ (২০) ও তাওহীদ হৃদয় (২০) কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সবচেয়ে বড় ধাক্কা আসে যখন অভিজ্ঞ মুশফিকুর রহিম মাত্র ৭ রান করে ফিরে যান। পরে জাকের আলী অনিক (৪) ও রিশাদ হোসেন (১৪) দ্রুত আউট হলে দলের বিপর্যয় আরও গভীর হয়।
শেষ দিকে কিছুটা লড়াই করেন তানজিম হাসান সাকিব (৩০) ও নাসুম আহমেদ (১৫), কিন্তু তাতেও স্কোরবোর্ডে বড় রান যোগ হয়নি। ৩৮.২ ওভারে মাত্র ২০২ রানে অলআউট হয় বাংলাদেশ। পাকিস্তানের পেসার আলি রাজা একাই ৪ উইকেট নেন, যা বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দিতে যথেষ্ট ছিল।
২০২ রানের পুঁজি নিয়ে লড়াই করাটা কঠিন ছিল, তবে শুরুতে ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লেতে ৪২ রানে পাকিস্তান শাহিনসের ২ উইকেট তুলে নেয় টাইগাররা। কিন্তু এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বোলাররা।
বাংলাদেশের বোলাররা মাঝের ওভারে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। পাকিস্তানি ব্যাটাররা সহজেই রান তুলতে থাকেন এবং ৩৪.৫ ওভারেই ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ফেলেন। বাংলাদেশের পেসাররা উইকেট নেওয়ার সুযোগ তৈরি করলেও গুরুত্বপূর্ণ সময়ে ব্যর্থ হন।
বাংলাদেশ দল ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াই শুরু করবে। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
Discussion about this post