ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বল হাতে গোটা বছর ধরেই ঘূর্ণি বলে যাদু দেখালেন তাইজুল ইসলাম। চট্টগ্রাম টেস্টে শনিবারও সাফল্য পেলেন তিনি। একাি্ দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেট। তার স্পিনেই কাবু প্রতিপক্ষ। সেই সাফল্যের পথ ধরে ২৬ বছর বয়সী এই স্পিনার উটৈ গেছেন নতুন এক উচ্চতায়।
২০১৮ সালে ৬ টেস্টের ১১ ইনিংসে বোলিং করে ৪০টি উইকেট শিকার করলেন তাইজুল। আগের তিন বছরের ক্যারিয়ারে মাত্র ৫৪টি নিলেও এ বছর দারুণ সফল তিনি। এ অবস্থায় ক্রিকেট বিশ্বের বছরের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চার নম্বরে উঠে এসেছেন তিনি। তার সামনে আছেন মাত্র তিনজন- কাগিসো রাবাদা ৪৬ উইকেট। আর জেমস অ্যান্ডারসন (৪৩) ও দিলরুয়ান পেরেরা (৪১)।
অবশ্য এরমধ্যে প্রত্যেকেই খেলেছেন তাইজুলের চেয়ে বেশি ম্যাচ। ৪৬ উইকেট নিতে রাবাদা বোলিং করেন ৯টি টেস্টের ১৮টি ইনিংসে, ইনিংসে পাঁচ উইকেট মাত্র ২বার। জিমি অ্যান্ডারসন ১২ টেস্টে ২২ ইনিংসে মাত্র ১ বার পাঁচ উইকেট নেন।
আর তাইজুল ৬ টেস্টে ১১ ইনিংসে নিয়ছেন ৪০ উইকেট।
২০১৮ সালে টেস্টে ৫ সর্বোচ্চ উইকেট শিকারি
কাগিসো রাবাদা – ৪৬ উইকেট (৯ ম্যাচ)
জিমি অ্যান্ডারসন – ৪৩ উইকেট (১২ ম্যাচ)
দিলরুয়ান পেরেরা – ৪১ উইকেট (৯ ম্যাচ)
তাইজুল ইসলাম – ৪০ উইকেট (৬ ম্যাচ)
মোহাম্মদ আব্বাস – ৩৮ উইকেট (৭ ম্যাচ)
বছর অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি
তাইজুল ইসলাম – ৪০* উইকেট, ২০১৮ সাল
মোহাম্মদ রফিক – ৩৩ উইকেট, ২০০৩ সাল
সাকিব আল হাসান – ৩০ উইকেট, ২০০৮ সাল
মেহেদি হাসান মিরাজ – ২৯* উইকেট, ২০১৮ সাল
সাকিব আল হাসান – ২৯ উইকেট, ২০১৭ সাল
Discussion about this post