ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সব ঠিক থাকলে এই নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে ৫ দলের বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্ট। এই আয়োজনে বিপিএলের মতো ক্রিকেটারদের ক্যাটাগরি ঠিক করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যাটাগরি অনুযায়ী পারিশ্রমিক পাবেন খেলোয়াড়রা।
টুর্নামেন্টের সর্বোচ্চ পারিশ্রমিক থাকবে ১৫ লাখ টাকা। সর্বনিন্ম পারিশ্রমিক পাঁচ লাখ অথবা চার লাখ টাকা হতে পারে। শনিবার এমনটাই জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
সাবেক এই অধিনায়ক গণমাধ্যমে জানালেন, ‘এ, বি, সি, ডি চারটি গ্রেড নির্ধারণ করা হবে। চারটি গ্রেডে পারিশ্রমিক এখনও চূড়ান্ত করিনি। আমরা ভেবেছি সর্বোচ্চ ১৫ লাখ টাকা করে পাবেন ‘এ’ গ্রেডের ক্রিকেটার। সর্বনিম্ম পারিশ্রমিক হতে পারে ৫ কিংবা ৪ লাখ টাকা। এখানে আইকন থাকবে না। পাঁচজন খেলোয়াড় ‘এ’ গ্রেডে থাকবেন। তারাই মূলত আইকন।’
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্ট শুরু হতে পারে আসছে ২১ অথবা ২২ নভেম্বর শুরু হতে পারে। আকরাম খান জানালেন, ‘আমরা ২১ বা ২২ তারিখের দিকে টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা করেছি। এর আগে ৬০ জন খেলোয়াড় নিয়ে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে।’
টুর্নামেন্টে খেলা প্রতিটি ক্রিকেটারকে দিতে হবে ফিটনেস টেস্ট। এই টুর্নামেন্ট দিয়েই এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরতে তিনি প্রস্তুত।
এরইমধ্যে টুর্নামেন্টের স্পনসর প্রায় ঠিক করে ফেলেছে বিসিবি। কিছু ফরমালিটিজ শেষ হলেই এনিয়ে বিস্তারিত জানাবে বিসিবি।
বঙ্গবন্ধুর নামে আয়োজিত এই টুর্নামেন্টের প্রতিটি দলে কোচ-ট্রেনার নিয়োগ দেবে বিসিবি। জাতীয় দলের কোচিং স্টাফদের পাশাপাশি স্থানীয় কোচিং স্টাফরা সুযোগ পাবেন।
Discussion about this post