ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এই দিনেই জন্ম নিয়েছিলেন বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১০১তম জন্মদিন আজ (১৭ মার্চ) মহানায়কের। ১৯২০ সালের ১৭ মার্চ তদানীন্তন ভারতবর্ষের বঙ্গ প্রদেশের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্ম। তারপর সময়ের পথ ধরে হয়ে উঠছেনে সর্বকালের সেরা বাঙালি।
আজ নানা কর্মসূচিতে বুধবার পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন। এমন দিনে শ্রদ্ধা জানালেন সাকিব আল হাসান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার পারিবারিক ব্যস্ততায় রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই জানালেন শ্রদ্ধাঞ্জলি।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব আল হাসান লিভেছেন, ‘আপনার কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। যত যাই হোক না কেন, নিজেদের সেরাটা দিতে আমরা উদগ্রীব থাকি সবসময়। আপনার সুদূরপ্রসারী চিন্তা আমাদেরকে দেয় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের দেশ ও পতাকার মর্যাদা সমুন্নত রাখা ছিলো আপনার লক্ষ্য, আজ সেটা আমাদেরও লক্ষ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে রইলো বিনম্র শ্রদ্ধা।’
সাকিবের পরিবারে এখন খুশির জোয়ার। গত সোমবার যুক্তরাষ্ট্রের উইসকনসিনে তৃতীয় সন্তানের পিতা হয়েছেন তিনি।পরিবারের পাশে থাকতে এখন যুক্তরাষ্ট্রে আছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। দুই মেয়ের পর এবার ছেলে সন্তানের বাবা হলেন সাকিব।
২০১২ সালের ১২ ডিসেম্বর শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। ২০১৫ সালের ৮ নভেম্বর প্রথমবারের মতো বাবা হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের প্রথম মেয়ের নাম আলাইনা হাসান। ২০২০ সালে ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হন তিনি। গেল বছর ২৪ এপ্রিল সাকিব-শিশির দম্পতির ঘরে আসে ইরাম হাসান। এবার ঘরে এসেছে পুত্র সন্তান।
Discussion about this post