টেস্ট, ওয়ানডে আর টি-টুয়েন্টি তিন ফরম্যাটে নাম্বার ওয়ান হওয়াটা বেশ উপভোগ করছেন তিনি। একইসঙ্গে বিশ্বকাপ ক্রিকেটের আগে অস্ট্রেলিয়ায় প্রস্তুতিটা ভালই হচ্ছে সাকিব আল হাসানের। টি-টুয়েন্টি লিগ বিগ ব্যাশে আরো একবার যোগ্যতার পরিধিটা দেখালেন এই অলরাউন্ডার। মঙ্গলবার তার দুর্দান্ত বোলিংয়ে ব্রিসবেন হিটকে ৫ উইকেটে হারাল মেলবোর্ন রেনেগেইডস।
ম্যাচে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট নিলেন সাকিব। সঙ্গে একটি ক্যাচ নিয়ে ম্যাচসেরা তিনিই।
বিগ ব্যাশে রেনেগেইডসের হয়ে কোনো বোলারের এটিই সেরা বোলিং ফিগার।
ম্যাচে ব্রিসবেন সাকিব তোপের মুখে পড়ে ১৭.৩ ওভারে মাত্র ৮০ রানে অলআউট। এরপর ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মেলবোর্ন।
Discussion about this post