ব্যাট হাতে আরো একবার ঝড় তুললেন সাকিব আল হাসান। ফের ইডেন গার্ডেনে উঠল সাকিব সাকিব জয়ধ্বনি! সঙ্গে ওপেনার রবিন উথাপ্পা’র ধারাবাহিকতা। তাতেই জয়ের ধারায় কলকাতা নাইট রাইডার্স। ব্যাঙ্গালোর রয়াল চ্যালেঞ্জারের বিপক্ষে বৃহস্পতিবার ৩০ রানে জিতল সাকিবের দল। এই জয়ে শেষচারে উঠে গেল দল।
ইডেন গার্ডেনে বেশ মারকুঠে ব্যাটিং করলেন সাকিব। আইপিএলের এই ম্যাচে ৩৮ বলে ৬০ রানের দারুণ এক ইনিংস খেললেন তিনি। বাংলাদেশের এই অলরাউন্ডের ইনিংসে ছিল ৫ বাউন্ডারি ও ৩ ছক্কা। সঙ্গে রবিন উত্থাপ্পা করলেন ৫১ বলে ১০ চার ও ১ ছক্কায় উথাপ্পা অপরাজিত ৮৩ রান। সব মিলিয়ে টস হেরে ব্যাট করতে নেমে কলকাতা তুলে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান।
জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে ব্যাঙ্গালোর। সাকিব ৪ ওভার বল করে দেন ২৭ রান। ২০ রানে ৪ উইকেট সুনীল নারাইনের।
এবারের আইপিএলে এ পর্যন্ত সর্বোচ্চ ৫৭২ রান করে অরেঞ্জ ক্যাপ পেলেন এদিন রবিন উথাপ্পা। ভুবনেশ্বর কুমারের সঙ্গে যৌথভাবে পার্পল ক্যাপ সুনীল নারাইনের। তারা নিয়েছেন সর্বাধিক ২০ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
কলকাতা : ১৯৫/৪ (উথাপ্পা ৮৩*, সাকিব ৬০, ইউসুফ পাঠান ২২; স্টার্ক ১/৩২)।
ব্যাঙ্গালোর : ১৬৫/৫ (তাকাওয়াল ৪৫, কোহলি ৩৮, যুবরাজ ২২, রানা ১৯*; নারাইন ৪/২০)।
ফল : কলকাতা ৩০ রানে জয়ী।
ম্যাচসেরা : রবিন উথাপ্পা।
Discussion about this post