ফের সরগরম হয়ে উঠছে চট্টগ্রামের ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। তার আগে দুই দলই পা রেখেছে বন্দরনগরীতে। বুধবার প্রথম দিনের মতো অনুশীলনে নামে তারা। টেস্ট লড়াই শুরু ২৬ নভেম্বর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ২৬২ দিনের আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। সেই বিরতি শেষে ফের মাঠের লড়াই।
এ বছর জিম্বাবুয়ের বিপক্ষে গত মার্চে সব শেষ ম্যাচটি হয় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আট মাস বিরতি শেষে সাগরিকায় ফের আন্তর্জাতিক ক্রিকেট।
এরমধ্যে বুধবার সকালে এখানে অনুশীলন করে পাকিস্তান দল। দুপুরে অনুশীলনে নামে বাংলাদেশ টেস্ট দল। আগে বলা হলেও শেষ দিকে এসে সাকিব আল হাসান ফিটনেস ইস্যুতে বাদ পড়লেন। এই টেস্টে নেই তিনি। মঙ্গলবার রাতে প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়া নিশ্চিত করে বিসিবি। একইভাবে নেই তামিম ইকবাল। অনেক দিন ধরেই তিনি মাঠের বাইরে।
তবে সাকিবকে নিয়ে ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। এ অবস্থায় সাকিবের জায়গায় কাউকে ডাকা হয়নি।
বাংলাদেশ টেস্ট দল-
মুমিনুল হক (অধিনায়ক), শাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।
Discussion about this post