আফগান সিরিজ, তারপর ইংল্যান্ডের বিপক্ষে লড়াই। সব মিলিয়ে লম্বা একটা বিরতি ছিল জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। তবে বিরতির পরও জাতীয় দলের তারকাদের মাঠের বাইরে রেখেই শুরু হচ্ছে প্রথম শ্রেণির এই ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার থেকে মাঠের লড়াই।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) এনসিএলের ম্যাচে খুলনা বিভাগ লড়বে বরিশাল বিভাগের সঙ্গে। ফতুল্লার খান জাহান ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা বিভাগের প্রতিপক্ষ ঢাকা মেট্রো।
মর্যাদা পূর্ন এই টুর্নামেন্টে আট দল প্রথম ও দ্বিতীয় স্তরে ভাগ হয়ে অংশ নিচ্ছে।
তিন রাউন্ড শেষে সর্বোচ্চ ২৩ পয়েন্ট নিয়ে প্রথম স্তরে শীর্ষে আছে বরিশাল বিভাগ। দ্বিতীয় স্তরে ৩৩ পয়েন্ট নিয়ে প্রথমে আছে রাজশাহী বিভাগ।
তিন রাউন্ডের সূচি-
চতুর্থ রাউন্ড ১ম স্তর: (২০-২৪ ডিসেম্বর)
খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ (বিকেএসপি-৩)
ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো (ফতুল্লা)
চতুর্থ রাউন্ড ২য় স্তর: (২০-২৩ ডিসেম্বর)
রংপুর বিভাগ ও চট্টগ্রাম বিভাগ (সিলেট)
রাজশাহী বিভাগ ও সিলেট বিভাগ (বগুড়া)
পঞ্চম রাউন্ড ১ম স্তর: (২৭-৩০ ডিসেম্বর)
খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ (ফতুল্লা)
ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ (বিকেএসপি-৩)
পঞ্চম রাউন্ড ২য় স্তর: (২৭-৩০ ডিসেম্বর)
রংপুর বিভাগ ও সিলেট বিভাগ (সিলেট)
রাজশাহী বিভাগ ও চট্টগ্রাম বিভাগ (চট্টগ্রাম)
ষষ্ঠ রাউন্ড ১ম স্তর: (৩-৬ জানুয়ারি)
খুলনা বিভাগ ও ঢাকা মেট্রো (ফতুল্লা)
ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ (বিকেএসপি-৩)
ষষ্ঠ রাউন্ড ২য় স্তর: (৩-৬ জানুয়ারি)
রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগ (বগুড়া)
সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগ (চট্টগ্রাম)
Discussion about this post