ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের দিনেই শিরোপার সুবাস পেয়েছিল খুলনা বিভাগ। তবে দলটির সামনে বাধা হয়ে দাঁড়িয়ে ছিলেন রকিবুল হাসান। ঢাকা বিভাগের এ ব্যাটসম্যানের সেই বাধা ভেঙে জাতীয় লিগের রেকর্ড শিরোপা পুনরুদ্ধার করেছে আবদুর রাজ্জাকের দল।
মঙ্গলবার জাতীয় লিগের প্রথম স্তরের শেষ রাউন্ডে ঢাকাকে ৯ উইকেটে হারিয়ে অপরাজিত থেকে শিরোপা জিতেছে খুলনা। এ নিয়ে দলটি নিজেদের ঘরে তুলে নিয়েছেন সপ্তম শিরোপা। ২০১৫-১৬ মৌসুম থেকে টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা সংখ্যায় খুলনার পাশে বসেছিল রাজশাহী। এক মৌসুম পরেই শিরোপা জয়ের রেকর্ড আবারও নিজেদের করে নিলো খুলনা।
জিততে মঙ্গলবার খুলনার দরকার ছিল ১১৭ রান। এ লক্ষ্যে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে নেমে এনামুল হকের ঝড়ো ব্যাটিংয়ে সহজেই জয় মুঠোবন্দী করে খুলনা।
এরআগে রকিবুলের (৯৯) প্রতিরোধ খুলনা ভেঙেছিল রান আউটে। পরে দ্রুতই ৪ রানের মধ্যে ৫ উইকেট তুলে নিয়ে ঢাকাকে গুটিয়ে দেয় খুলনা। যে কারণে জিততে সহজ লক্ষ্যমাত্রা পেয়ে যায় আবদুর রাজ্জাকের দল।
ছয় ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে খুলনার পয়েন্ট ৩৯.৮১। চার ড্র ও এক জয়ে ২৪.৩৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ ঢাকা।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ১ম ইনিংস: ২৭৯
খুলনা ১ম ইনিংস: ১২৮ ওভারে ৩৭৯
ঢাকা ২য় ইনিংস: (আগের দিন ১০২/৫) ৮৬.৩ ওভারে ২১৬ (উত্তম ৪, মজিদ ৫, শফিউল ০, রকিবুল ৯৯, তাইবুর ১, শুভাগত ৪২, আরাফাত সানি জুনিয়র ৫৩, অনিক ০, নাজমুল ০, শহিদ ০, শাহাদাত (নিষিদ্ধ); জিয়াউর ২৩.৩-৯-৪৪-৫, রুবেল ০.২-০-৩-০, মইনুল ১৪.৪-৩-৪০-১, নাহিদুল ৩০-৫-৭৪-২, টিপু ১৪-৩-৩৭-০, রবি ৪-১-৬-০)
খুলনা ২য় ইনিংস: (লক্ষ্য ১১৭ )২৫.৪ ওভারে ১১৭/১ (রবি ২, এনামুল ৭৯*, অমিত ৩৩*; নাজমুল ১২-০-৪৯-১, শুভাগত ৫-১-২১-০, শহীদ ৪-০-১৯-০, উত্তম ৩.৪-১-১৬-০, মজিদ ১-০-১০-০)
ফল: খুলনা ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নুরুল হাসান
Discussion about this post