দিন কয়েক আগেই ভারতীয় যুবাদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিলেন বিরাট কোহলি। সন্দেহ নেই এবার তার মুগ্ধতা আরো বেড়ে যাবে। কেননা, দেশটির অনূর্ধ্ব-১৯ দল যে রীতিমতো বিশ্বকাপ জিতে নিল। শনিবার ফাইনালে মানজট কারলার অপরাজিত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে উড়িয়ে বিশ্ব আসরে রেকর্ড চতুর্থবার চ্যাম্পিয়ন হল ভারতের যুবারা।
এবারের যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়েই শুভ সূচনা হয়েছিল ভারতের। শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে অজিদের ৪৭.২ ওভারে ২১৬ রানে অলআউট করে দিয়ে আবারও তেমন কিছুর আভাস দেয় রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। শেষ পর্যন্ত মানজট কারলার ১০১ রানে ভর করে ৬৭ বল আগেই জিতে যায় আকাশী জার্সিধারীরা। তাতে যুব বিশ্বকাপে রেকর্ড চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসলো পুরো ভারত। এরআগে অস্ট্রেলিয়া ৩ বার ঘরে তুলেছিল এ শিরোপা।
গোটা টুর্নামেন্টে কোনো প্রতিপক্ষকেই দাঁড়াতে দেয়নি ভারত। দাঁড়াতে দিল না ফাইনালেও। অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে উড়িয়ে যুব বিশ্বকাপের শিরোপাটা নিজেদের করে নিয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।ভারতের জয়ে সুবনাম গিল করেছেন ৩১ আর হার্দিক দেসাইয়ের ব্যাট থেকে আসে ৪৭ রান। কারলার ১০১ রান এসেছে ১০২ বলে। তাতে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা।
দলীয় ৫২ রানের মধ্যে এডুয়ার্ড (২৮) ও ব্রায়ান্টকে (১৪) হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। ওয়ানডাউনে নামা অধিনায়ক জেসন সাংহাও (১৩) পারেননি নিজেকে মেলে ধরতে। তবে এক প্রান্ত আগরে রেখে জোনাথান মেরলো অজিদের ইনিংস সামনে দিকে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু যোগ্য সঙ্গীর অভাব বোধ করছিলেন তিনি। শেষ পর্যন্ত ১০২ বলে ৬ চারে ৭৬ রানে সাজঘরে ফেরেন তিনি। শেষদিকে পরাম উপল (৩৪) ও ম্যাকসুইনির (২৩) ব্যাটে ভর করে ২১৬ রানে করতে সক্ষম হয় অজি যুবারা।
ভারতের হয়ে ২টি করে উইকেট নেন ঈশান পোরেল, শিব সিং, কমলেশ নাগরকটি, অনুকূল রায়। ফাইনালের ম্যাচ সেরা কারলা। ৬ ম্যাচে ১ শতরান ও ৩ ফিফটিতে ১২৪ গড়ে ৩৭২ রান করে টুর্নামেন্ট সেরা হলেন শুবমান গিল।
Discussion about this post