যেন স্বপ্নের ক্রিকেট খেলছে বাংলাদেশ। দুর্দান্ত বিশ্বকাপ মিশন শেষে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার রেশ এখনো মিলিয়ে যায়নি। এবার আরেক শক্তিশালী দেশ ভারতকেও উড়িয়ে দিচ্ছে বাংলাদেশ। ৩ ওয়ানডে ম্যাচ সিরিজের প্রথম দুটি জিতে ট্রফি নিশ্চিত হল টাইগারদের। প্রথম ম্যাচে ৭৯ রানের বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
রোববার ভারতকে ৬ উইকেটে অনায়াসে হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ। একইসঙ্গে এই জয় ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করল মাশরাফি বিন মুর্তজার দলের।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার দিবারাত্রির ম্যাচে জিতে ব্যাট করতে নামে ভারত। তারা ৪৫ ওভারে ২০০ রান তুলে অলআউট হয়ে যায়। ভারত ইনিংসের ৪৪তম ওভারে বৃষ্টি নেমে আসে। এরপর প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। ফের খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমে দাড়ায় ৪৭ ওভার। ডাকওয়ার্থ ও লুইস ম্যাথডে তখন বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২০০ রান। আর তা অনায়াসেই তুলে নেয় দল। ৩৮ ওভারে ৪ উইকেট আসে স্মরনীয় এক জয়। প্রথমবারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জয়!
ম্যাচে সর্বোচ্চ অপরাজিত ৫১ রান করেন সাকিব আল হাসান। তবে নায়ক মুস্তাফিজ। আগের ম্যাচের মতো এখানেও বল হাতে আগুন ঝরিয়েছেন এই পেসার। এবার নিয়েঠেন ৬ উইকেট। আগের ম্যাচে শিকার ৫। সব মিলিয়ে অভিষেকের প্রথম দুই ওয়ানডেতে উইকেট ১১। যা কীনা রেকর্ড!
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ৪৫ ওভারে ২০০/১০ (রোহিত ০, ধাওয়ান ৫৩, কোহলি ২৩, ধোনি ৪৭, রাইডু ০, রায়না ৩৪, জাদেজা ১৯, অক্ষর ০, অশ্বিন ৪, ভুবনেশ্বর ৩, ধবল ২*; মুস্তাফিজ ৬/৪৩, রুবেল ২/২৬, নাসির ২/৩৩)
বাংলাদেশ: ৩৮ ওভারে ২০০/৪ (তামিম ১৩, সৌম্য ৩৪, লিটন ৩৬, মুশফিক ৩১, সাকিব ৫১*, সাব্বির ২২*; অশ্বিন ১/৩২, ধবল ১/৪২, অক্ষর ১/৪৮)
ফল: ডাকওয়ার্থ/ লুইস ম্যাথডে বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মুস্তাফিজুর রহমান
সিরিজ: বাংলাদেশ ২-০ তে এগিয়ে
Discussion about this post