দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশের। সিরিজ জিততে জয় ছিল জরুরী। বোলাররা তাদের দায়িত্বটা ঠিক ঠাক পালন করলেও ফের ফ্লপ ব্যাটাররা। তাতেই সর্বনাশ। ম্যাচের সঙ্গে সিরিজও হারল লিটন কুমার দাসের দল।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ যেন ব্যাট করতে ভুলেই গেল দল। সিরিজে সমতা ফেরানোর একান্ত সুযোগ থাকলেও শেষ পর্যন্ত এলোমেলো ব্যাটিং এবং চাপ সামলাতে না পারায় ১৫০ রানের সমীকরণও পূরণ করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের ব্যবধান দাঁড়ালো ১৪ রানে। এক ম্যাচ বাকি রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা।
সন্ধ্যায় টস জিতে আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে। ওপেনিং উইকেট হারানো ব্রেন্ডন কিংয়ের ধাক্কা সামলাতে সক্ষম হয় আলিক আথানাজে ও শাই হোপ। পাওয়ারপ্লেতে উভয় ব্যাটারের ফিফটি ইনিংস দলের জন্য বড় ভিত্তি গড়লেও নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের ধারাবাহিক উইকেট বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে। শেষ ওভারে মুস্তাফিজ তিনটি উইকেট নেন এবং উইন্ডিজের সংগ্রহ ১৪৯ রানে আটকে যায়।
জবাবে ব্যাট করতে নেমে টাইগাররা শুরুতে কিছুটা প্রতিরোধ দেখালেও শেষ পর্যন্ত বড় লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়। ওপেনিং জুটি সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম মিলে ১৩ রান তুলে দেন, তবে সাইফ মাত্র ৫ রান করে আউট হন। তানজিদ সাবলীলভাবে ব্যাট করেন, ৬১ রানের ঝলমলে ইনিংস খেললেও দলের সমীকরণ পাল্টাতে যথেষ্ট ছিলেন না। লিটন দাস ২৩ রান, তাওহিদ হৃদয় ১২ রান এবং জাকের আলী অনিক ১৭ রান করে আউট হন। শেষ দুই ওভারে দরকার ছিল ২৬ রান, তবে ব্যাটাররা সেটি তুলতে ব্যর্থ হয়। রিশাদ হোসেন এবং নাসুম আউট হওয়ার পর বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানেই থেমে যায়।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোমারিও শেফার্ড ও আকিল হোসেইন তিনটি করে উইকেট নেন, জেসন হোল্ডার দুটি উইকেট তোলেন। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান তিন উইকেট নেন, নাসুম ও রিশাদ দুইটি করে উইকেট তুলে নেন।
এবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ (৩১ অক্টোবর) শুধু আনুষ্ঠানিকতা মাত্র। প্রথম ম্যাচে ১৬ রানে হারের স্মৃতি আজও যেন চোখে ভেসে উঠল। টাইগাররা লড়াই করলেও, শেষ হাসি ওয়েস্ট ইন্ডিজের।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৯/৯ (কিং ১, আথানেজ ৫২, হোপ ৫৫, রাদারফোর্ড ০, পাওয়েল ৩, হোল্ডার ৪, চেইস ১৭*, শেফার্ড ১৩, পিয়ের ০, আকিল ১; তানজিম ৪-০-২৩-০, তাসকিন ৩-০-২৮-১, মুস্তাফিজ ৪-০-২১-৩, নাসুম ৪-০-৩৫-২, সাইফ ১-০-৯-০, রিশাদ ৩-০-২০-২, শামীম ১-০-১১-০)
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৫/৮ (সাইফ ৫, তানজিদ ৬১, লিটন ২৩, হৃদয় ১২, জাকের ১৭, শামীম ১, রিশাদ ০, তানজিম ৮*, নাসুম ২; সিলস ৪-০-৩০-০, হোল্ডার ৪-০-২০-২, শেফার্ড ৪-০-২৯-৩, চেইস ৩-০-২১-০, আকিল ৪-০-২২-৩, পিয়ের ১-০-১৩-০)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে জয়ী









Discussion about this post