কিছুতেই চেনা পথে থাকতে পারছেন না ব্যাটসম্যানরা। একের পর এক ম্যাচে ব্যর্থ। তাইতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরো একবার বিপর্যস্ত বাংলাদেশ। টি-টুয়েন্টি সিরিজে হারের পর ওয়ানডেতেও বাজে শুরু! এবার প্রোটিয়াদের কাছে মাশরাফি বিন মতুর্জার দল হেরে গেল ৮ উইকেটে। তাতেই তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
বর্ষার বৃষ্টি অবশ্য বেশ বাগড়া বাধিয়েছিল ম্যাচে। দেরিতে খেলা শুরু হওয়ার ম্যাচের দৈর্ঘ্য কমে দাড়ায় ৪০ ওভারে। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস ভাগ্য ছিল হাশিম আমলার পক্ষে। এরপর প্রথমে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যর্থ দল।
৩৫.৩ ওভারে ১৬০ রানে অলআউট বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩১.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশকে এমন লজ্জায় ডুবিয়েছেন কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেকেই গড়লেন ইতিহাস। তুলে নিলেন হ্যাটট্রিক। ম্যাচে ৬ উইকেট! ২০ বছর বয়সী এই পেসার দেখিয়ে দিলেন ঝড় তুলতে আসছেন!
তার নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতাও ছিল চোখে পড়ার মতো। আগের ম্যাচগুলোর মতো যেন উইকেটে আসা-যাওয়ার দায় সেরেছেন তারা। এরমধ্যে সাকিব করেন ৪৮ রান। মিরপুরের মাঠে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন এই অলরাউন্ডার।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৩৬.৩ ওভারে ১৬০/১০ (তামিম ০, সৌম্য ২৭, লিটন ০, মাহমুদউল্লাহ ০, সাকিব ৪৮, মুশফিক ২৪, সাব্বির ৫, নাসির ৩১, মাশরাফি ৪, জুবায়ের ৫, মুস্তাফিজ ০*; রাবাদা ৬/১৬, মরিস ২/৩২, ডুমিনি ১/২৮, তাহির ১/৩৮)
দক্ষিণ আফ্রিকা: ৩১.১ ওভারে ১৬৪/২ (ডি কক ৩৫, আমলা ১৪, ডু প্লেসি ৬৩*, রুশো ৪৫*; নাসির ১/২৮ মাশরাফি ১/৩৬)
ফল: দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: কাগিসো রাবাদা
Discussion about this post