ফের বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গী হচ্ছেন তিনি। ভারতে আগামী মাসে শুরু বিশ্বকাপে বাংলাদেশের টেকনিক্যাল পরামর্শক হিসেবে থাকবেন শ্রীধরন শ্রীরাম। এই ভারতীয় আগেও টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করেছেন সাকিব আল হাসানদের সঙ্গে। তখন অবশ্য ছিলেন শুধু টি-টুয়েন্টি দল নিয়ে। এবার ওয়ানডে দলের সঙ্গে যুক্ত হলেন তিনি।
আসছে মাসে বিশ্বকাপ। তার আগে ২৭ সেপ্টেম্বর ভেন্যু দেশ ভারত যাবে বাংলাদেশ দল। ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হলেও মাঠে নামার আগে সবগুলো দল প্রস্তুতি ম্যাচ খেলবে। বাংলাদেশ দুটি গৌহাটিতে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর টাইগারদের লড়াই যথাক্রমে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সঙ্গে।
বিসিবি সূত্রে জানা গেছে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন শ্রীরাম। বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচ ৭ অক্টোবর, আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায়।
এর আগে ২০২২ সালের আগস্টে এশিয়া কাপের আগে শ্রীরামকে নিয়োগ দেয় বিসিবি। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত চার বছর অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেন তিনি। ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার পরামর্শক কোচ ছিলেন শ্রীরাম। খেলোয়াড়ি জীবন অবশ্য বড় নয়। ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল অব্দি খেলেন। ৮ ওয়ানডেতে পারফরম্যান্স বলার মতো নয়।
শ্রীরামের অধীনেই বাংলাদেশ খেলেছিল বিশ্বকাপ। নিউজিল্যান্ডে খেলে ত্রিদেশীয় সিরিজ। তার অধীনে বাংলাদেশ ১৩ টি-টুয়েন্টি খেলে চারটি জিতে দল। হারে ৯টিতে।
Discussion about this post