ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার সিক্স পর্বে মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই এখন বেশি আলোচনায় তাওহীদ হৃদয়। আবাহনীর বিপক্ষে আগের অসাদাচরণের ঘটনায় শাস্তি পাওয়া হৃদয় এবার আরও বড় সমস্যায় জড়ালেন।
আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে তিনি আবারও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। ম্যাচ অফিসিয়ালদের রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আম্পায়ার্স কমিটি তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১টি ডিমেরিট পয়েন্ট দিয়েছে।
ফলে ডিপিএলের চলতি মৌসুমে হৃদয়ের মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে আট। নিয়ম অনুযায়ী, আট ডিমেরিট পয়েন্টে চার ম্যাচ নিষেধাজ্ঞা দেয়া হয়। এর ফলে মঙ্গলবার আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ-মোহামেডান ও আবাহনীর মধ্যকার সুপার সিক্সের শেষ রাউন্ডের লড়াইয়ে মাঠে নামতে পারবেন না মোহামেডান অধিনায়ক।
বিসিবির আম্পায়ার্স কমিটির সদস্য ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় হৃদয়কে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।’
মঙ্গলবার মোহামেডান জয়ী হলে পয়েন্ট সমান হলেও হেড টু হেডে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে মোহামেডান। ম্যাচ পরিত্যক্ত হলে সরাসরি চ্যাম্পিয়ন হবে আবাহনী। তাওহীদ হৃদয় না থাকায় শিরোপার লড়াইয়ে মোহামেডানের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
Discussion about this post