সিরিজ আগেই হাতছাড়া। তারপরও কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পঞ্চম ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ছিল জয়। সম্মানের লড়াই বলে কথা।
কিন্তু বলে-ব্যাটে ফের ফ্লপ ডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকা। ১২৮ রানের হার তো সেটাই বলছে। সঙ্গে সিরিজ হার ১-৪ এ।
টস জিতে বুধবার শ্রীলঙ্কা তুলে ৪ উইকেটে ৩০৭ রান। জবাব দিতে নেমে লঙ্কান বোলারদের দুরন্ত বোলিংয়ে নিয়মিত উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল ১৭৯ রানেই। দুর্ভাগ্য তিলকরত্নে দিলশানের। ১ রানের জন্য টানা দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি মিস হল এ লঙ্কান ওপেনারের। ১১০ বলে ১৩ চারে ৯৯ রানে ম্যাকলরেনের বলে বোল্ড হন দিলশান। সাঙ্গাকারা ৪৫ বলে ১২ চারে ৭৫ রানে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা : ৩০৭/৪, ৫০ ওভার (দিলশান ৯৯, সাঙ্গাকারা ৭৫*, থিরিমানে ৬৮, ম্যাথুস ২৩, পেরেরা ১৭*; সোতসোবে ১/৫২, ম্যাকলরেন ১/৪৭)।
দ. আফ্রিকা : ১৭৯/১০, ৪৩.৫ ওভার (ডি কক ২৭, আমলা ১৮, ডুমিনি ১৫, ভিলিয়ার্স ৫১, ম্যাকলরেন ২৯, ফানগিসো ১৮*; লাকমল ৩/২৪, সেনানায়েকে ২/২৯, অজন্তা মেন্ডিস ৩/৩৬)।
ফল : শ্রীলঙ্কা ১২৮ রানে জয়ী।
ম্যাচসেরা : তিলকরত্নে দিলশান।
সিরিজ: শ্রীলঙ্কা ৪-১ এ জয়ী।
সিরিজসেরা : কুমার সাঙ্গাকারা।
Discussion about this post