জাতীয় ক্রিকেট লিগে খেলাটা যেন ভুলেই গিয়েছিলেন তিনি। সেই ২০১১ সালে সর্বশেষ এই আসরে দেখা গেছে তাকে। এরপর গত ছয় বছরে বিপিএল কোন ঘরোয়া টুর্নামেন্টে দেখা যায়নি তাসকিন আহমেদকে। এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডে ঢাকা মেট্রোর হয়ে খেলবেন তিনি।
এই প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, ‘দেখুন, হাটুর ইনজুরির কারণে দেড় বছর খেলার সুযোগ পাইনি। এছাড়া জাতীয় দলের ব্যস্ততার কারণেও খেলতে পারিনি। আমি ঘরোয়া ক্রিকেটটা বেশ মিস করতাম। তাই সব সময় ঘিরোয়া ক্রিকেটে ফিরতে চেয়েছি।’
এবার ধারাবাহিকতা থাকবে কি না ঘরোয়া লিগে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইনজুরি আর জাতীয় দলের শিডিউল না থাকলে এবার ধারাবাহিকভাবেই খেলতে চাই।’ তাসকিন জাতীয় লিগে খেলে পারফরম্যান্সের উন্নতি করতে পারছেন না-এমন গুঞ্জন থাকায় হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি!
Discussion about this post