ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দূর্ভাগা এক ক্রিকেটার তিনি। সামনে যখন আরেকটা সিরিজ তখন ফের ইনজুরিতে পড়লেন তাসকিন আহমেদ। সোমবার অনুশীলনে ফের চোটে পড়লেন এ পেসার। এদিন অনুশীলনে বাঁ হাতে আঘাত পেয়েছেন তাসকিন।
এই আঘাতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে তাসকিনের ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানাচ্ছিলেন, ‘সোমবার তাসকিন অনুশীলনে বাঁহাতে আঘাত পেয়েছে। তবে আঘাত কতটা গুরুতর এিনেয় এখনও কিছুই জানি না। সন্ধ্যায় হোটেলে ঢুকেছে। ওখানে ডাক্তার চেক করছে। এখন পর্যবেক্ষণে আছে।’
সেই ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ইনজুরি বারবারই সঙ্গী হচ্ছে তাসকিনের। ইনজুরিতে দলে অনিয়মিত হয়ে পড়েন ২৫ বছর বয়সী এ ক্রিকেটার।
২০১৯ সালে নিউজিল্যান্ড সফরের আগে চোটে পড়েন তিনি। এরপর থেকেই ভাগ্য প্রতারণা করছে। সোমবার দলীয় অনুশীলনে বল লেগে বাঁ হাতের আঙুলে ফেটে গেছে। যদিও তার ইনজুরি নিয়ে বিস্তারিত কিছু জানায় নি টিম ম্যানেজম্যান্ট।
Discussion about this post