ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কা সফরের জন্য তৈরিই ছিলেন মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু তার আগে অনুশীলনে দু’জনই পড়েন চোটে। যে কারণে দেশের থেকে গেছেন তারা। সুস্থ হতে অবশ্য চেষ্টার কোন কমনি নেই তাদের। আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিকিৎসকের তত্বাবধানে রয়েছেন তারা। এরইমধ্যে অবশ্য দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানিয়েছেন, টাইগার ঐ দুই তারকার পুরো ফিট হতে আরও এক মাস সময় লাগবে।
মাশরাফি হ্যামস্ট্রিংয়ের আর সাইফউদ্দিন বয়ে বেড়াচ্ছেন ব্যাক পেইনের চোট। বর্তমানে দুজনই তিন সপ্তাহের বিশ্রামে রয়েছেন। এরইমধ্যে ব্যাটিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন সাইফউদ্দিন। তাদের চোটের বর্তমান অবস্থা, কবে ফিরবেন- এসব নিয়ে বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘শ্রীলঙ্কা সফরের আগে মাশরাফি হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন। আমরা প্রাথমিক ভাবে তার স্ক্যান করাই এবং তাতে গ্রেড ওয়ান মাসেল ইনজুরি ধরা পড়ে। সাধারণত এ ধরনের ইনজুরিতে দুই-তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হয়। কিন্তু আমরা ধারণা করছি রি-ইনজুরি অর্থাৎ এখানে এর আগেও ব্যথা পেয়েছিল। ফলে পুরোপুরি ফিট হতে দ্বিগুণ সময় লাগবে। কিন্তু এই ইনজুরি যদি আবার হয় তাহলে পুরো মৌসুমটা মাঠের বাহিরে থাকতে হতে পারে। সে জন্যই আমরা বেশি সর্তক। আশা করছি আগামী আগস্ট মাসের শেষে দিকে মাশরাফি পুরো ফিট হয়ে ফিরবে।’
সাইফউদ্দিনের ব্যাপারে চিকিৎসক দেবাশীষ বলেন, ‘সাইফউদ্দিনের ইনজুরিটাও বেশ পুরোনো। ও অনেক দিন ধরে ব্যাক পেইনের অভিযোগ করছিলো। এই বছরের শুরুর দিকে ব্যথাটা বেড়ে গেলে তাকে ইনজেকশন দেওয়া হয়। কয়েকদিন ভালই ছিলো। বিশ্বকাপের আগে ব্যথাটা আবার অনুভব করে। এরপরই ইংল্যান্ডে ডাক্তার দেখালে আবারও একই ইনজেকশন দেওয়া হয়। কিন্তু এভাবে ইনজেকশন নিলে তার ক্যারিয়ারের জন্য ক্ষতি হবে। তাই আমরা তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি। অপাতত সে ব্যাটিং করতে পারছে। বোলিং করাটা বন্ধ আছে। আগামী আগস্টের শেষের দিকে সে পুরো ফিট হয়ে বোলিং করতে পারবে।’
এদিকে গেল বিশ্বকাপ থেকেই চোট বয়ে বেড়াচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। তারপরও তারা গেছেন শ্রীলঙ্কা সফরে। সেখান থেকে দেশে ফিরলে তাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিসিবি’র চিকিৎসক।
Discussion about this post