দলে ফেরার মুহূর্তটা সব সময়ই বিশেষ হয়। তবে রিশাদ হোসেনের জন্য সেটা যেন আরও একটু বেশি। এলিমিনেটরে ছিলেন না স্কোয়াডে। পরের ম্যাচে দলে ডাক পেয়ে নিজের সামর্থ্য প্রমাণ করতে সময় নেননি একটুও। আর তার পুরস্কার? ম্যাচ শেষে হাতে উঠেছে একেবারে নতুন আইফোন!
পিএসএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে গতকাল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে বল হাতে ঝলক দেখান লাহোর কালান্দার্সের লেগস্পিনার রিশাদ। মাত্র ৩ ওভারে ৩৪ রান খরচ করে তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট-শাদাব খান, সালমান আগা ও জিমি নিশাম। তারা তিনজনই দলের মূল ব্যাটার। চাপের মুহূর্তে রিশাদের এই সাফল্যই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।
ম্যাচ শেষে ড্রেসিংরুমে পুরস্কার বিতরণের সময় লাহোর কালান্দার্সের পরিচালক সামিন রানা ঘোষণা দেন, এবার দেওয়া হবে চতুর্থ এবং শেষ আইফোনটি। কার হাতে উঠবে সেটি? সবার চোখে প্রশ্ন, কিছুক্ষণ নীরবতা, হঠাৎ এক কণ্ঠ থেকে ভেসে আসে নাম-“রিশাদ!” এরপর আর কোনো দ্বিধা থাকে না।
সামিন রানা বলেন, ‘জামান খানের জায়গায় তোমাকে খেলানো সহজ সিদ্ধান্ত ছিল না। কিন্তু তুমি যেভাবে চাপ সামলে উইকেট নিয়েছ, তাতে বোঝা যায় তুমি কতটা প্রস্তুত ছিলে। স্পিনের বিপক্ষে দক্ষ ব্যাটারদের ফিরিয়ে দিয়ে তুমি দেখিয়ে দিয়েছ নিজের মানসিকতা ও দক্ষতা। তোমার জন্য এই আইফোন। তুমি আমাদের গর্ব। আমি তোমাকে ভালোবাসি।’
পুরো মুহূর্তটি লাহোর কালান্দার্স নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করলে সেটা ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।
এদিন রিশাদ ছাড়াও পারফরম্যান্সের জন্য আইফোন পেয়েছেন আরও তিনজন-সালমান মির্জা, কুশল পেরেরা ও মোহাম্মদ নাঈম। সালমান মির্জা আগেও একবার এই পুরস্কার পেয়েছিলেন; এবার ১৬ রানে ৩ উইকেট নিয়ে আবারও উঠে এসেছেন নজরে।
পিএসএলে এখন পর্যন্ত রিশাদ খেলেছেন ৬টি ম্যাচ, উইকেট ১২টি। ইকোনমি রেট ৯.১০।
Discussion about this post