ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে কুঁচকির চোটে পড়েন ডেভিড ওয়ার্নার। এরপর থেকেই এ তারকা রয়েছেন দলের বাইরে। তবে তিনি আশা করেছিলেন আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া বক্সিং ডে টেস্টে খেলতে পারবেন। কিন্তু না। তেমনটা হচ্ছে না। উল্টো এ বাঁহাতি ব্যাটসম্যানের ফেরার অপেক্ষাটা আরও বাড়ছে।
তার সঙ্গে চোটে ছিটকে গেছেন পেসার শন অ্যাবটও। ব্যাপারটি বুধবার নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বুধবার এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ার্নারের চোটের ব্যাপারে জানিয়েছে, ‘ওয়ার্নার আর অ্যাবট সিনডিতে দলের জৈব সুরক্ষা বলয়ের বাইরে পুনর্বাসনে করছিল। তাদের খেলায় ফিরতে আরও কিছুটা সময় লাগবে। তারা দুজন সিডনি থেকে মেলবোর্নে চলে আসলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার জৈব সুরক্ষা বলয় বক্সিং ডে টেস্টে তাদের দলের সঙ্গে যুক্ত হওয়ার অনুমতি দিচ্ছে না।।’
সিরিজের প্রথম টেস্টে ওয়ার্নার না খেললেও ভারতকে হারাতে মোটেও কষ্ট হয়নি অস্ট্রেলিয়ার। যে কারণে অজিরা চড়া আত্মবিশ্বাস নিয়ে গেছে মেলবোর্নে। ২৬ ডিসেম্বর সেখানে শুরু হবে বক্সিং ডে টেস্ট।
বক্সিং ডে টেস্টে না পেলেও আগামী ৭ জানুয়ারি সিরিজের তৃতীয় টেস্টে ওয়ার্নারকে পাওয়ার আশা ক্রিকেট অস্ট্রেলিয়ার।
Discussion about this post