ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রাণঘাতী করোনার কারণে গত মার্চ থেকে মাঠের ক্রিকেট বন্ধ বাংলাদেশের। তবে পরিস্থিতি উন্নতি হওয়ায় আগামী সেপ্টেম্বর-অক্টোবরে চেনা পরিবেশে ফেরার কথা-বার্তা চলছে টাইগারদের। সব কিছু ঠিক থাকলে সে সময় শ্রীলঙ্কায় খেলবে টিম বাংলাদেশ। তারপরও অবশ্য আগামী বছরের শুরুর দিকের সিরিজগুলো সময়মতো হবে কিনা, এই মুহূর্তে সেটি জোর দিয়ে বলাও কঠিন। তবে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, সামনের ঘরোয়া মৌসুমে সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ। এছাড়া পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজও নিউজিল্যান্ড সফরে আসবে বলে জানানো হয়েছে।
আপাতত নিউজিল্যান্ড ক্রিকেট কাজ করছে সফরকারী দলের খেলোয়াড়দের জন্য যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করা নিয়ে। ব্যাপারটি অন্য দেশগুলোকে সেখানে খেলতে যেতে আগ্রহী করে তুলেছে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। ডেভ হোয়াইট আত্মবিশ্বাসী, বছরের শুরুতে তাঁদের ঘরোয়া মৌসুমে কয়েকটি সিরিজ সময় মতো হয়ে যাবে। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘ফোনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আমাদের নিশ্চিত করেছে। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশও আসবে। ৩৭ দিনের আন্তর্জাতিক ক্রিকেট চলবে।’ সব কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত সফরসূচি নিয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। করোনা মহামারির মধ্যে ওয়েস্ট ইন্ডিজ দল ইংল্যান্ড সফরে গিয়ে স্বাস্থ্যবিধি নিয়ে যেসব ব্যবস্থা পেয়েছে তেমন কিছুই আয়োজন করা হবে বলে জানিয়েছেন হোয়াইট। জীবাণুমুক্ত পরিবেশ তৈরি করে ম্যাচ ভেন্যুতেই খেলোয়াড়দের থাকার ও অনুশীলনের ব্যবস্থা করেছে ইংল্যান্ড।
করোনাকে এখন পর্যন্ত সেসব দেশ ভালোভাবে মোকাবিলা করতে পেরেছে তাদের মধ্যে অন্যতম নিউজিল্যান্ড। তারপরও দেশটির সরকার প্রাণঘাতী এ ভাইরাস নিয়ে সতর্ক। তাই বাইরের কোনো দেশ থেকে নিউজিল্যান্ড গেলে ১৪দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। নিউজিল্যান্ডের নাগরিকেরা অবশ্য স্বাভাবিক জীবনযাপনই করছেন। আগামী বছরের শুরুতে পরিস্থিতি নিশ্চয়ই খেলার আরও অনুকূলে থাকবে। তাই সফরকারী দলগুলোকে আতিথ্য দেওয়ার আশা করছে ক্রিকেট নিউজিল্যান্ড।
Discussion about this post