ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মৌসুমের প্রথম ফুটবল টুর্নামেন্টে হাসিমুখ বসুন্ধরা কিংসের। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়ে প্রথমবারের মতো ফেডারেশন কাপের ট্রফি জিতেছে তারা।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে ২-১ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। আগের বছর ফাইনালে আবাহনী লিমিটেডের কাছে হেরে রানার্সআপ হয় দলটি। এবারই প্রথম এই ট্রফি উঠল বসুন্ধরার হাতে। ক্লাবটির ৮৭ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠেও শিরোপা জেতা হলো না রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির।
খেলার প্রথমার্ধের শেষ দিকে গোল হজম করে রহমতগঞ্জ। ডান দিক থেকে বিশ্বনাথ ঘোষের বাড়ানো ক্রসে হেডে জাল খুঁজে নেন কোস্টারিকার ফরোয়ার্ড সোলেরা। ৬৩তম মিনিটে সমতায় ফেরে আবাহনী ও মোহামেডান স্পোর্টিংয়ের হারিয়ে ফাইনালে উঠে আসা রহমতগঞ্জ। শাহেদুল আলমের কর্নারে গোল করেন গাম্বিয়ার ফরোয়ার্ড মোমোদু বাহ।
এরপর ৭১তম মিনিটে ফের এগিয়ে যায় বসুন্ধরা। গোলদাতা সোলেরা।
ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন বসুন্ধরা কিংসের বিশ্বনাথ ঘোষ। ৪ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন বাংলাদেশ পুলিশ এফসির ফরোয়ার্ড সিডনি রিভেইরা। টুর্নামেন্টের সেরা ফুটবলার বসুন্ধরার ফরোয়ার্ড সোলেরা।
Discussion about this post