ক্রিকেটারদের অনুশীলনে ফুটবল খেলা নিয়মিত এক দৃশ্য। বল নিয়ে মাশরাফি-সাকিব আর মুশফিকদের কারিকুরি প্রায়ই দেখা যায়। কিন্তু এভাবে খেলতে গিয়ে এবার ইনজুরির ঘটনাও ঘটছে। এইতো কিছুদিন আগে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ফুটবল খেলার মাশুল দিলেন নাসির হোসেন। চোটে পড়ে ৬ মাসের জন্য মাঠের বাইরে। দু’দিন আগে অনুশীলনে ফুটবল পায়ে নিয়ে চোট পেলেন মুশফিক। তিনি এখন মাঠের বাইরে। ৩ সপ্তাহর আগে ফেরা হচ্ছে না তারও।
এ অবস্থায় ক্রিকেটারদের ফুটবল খেলা নিয়ে চিন্তিত মিনহাজুল আবেদীন নান্নু। প্রধান নির্বাচক এনিয়ে কিছু বিধি নিষেধও আনার পক্ষে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এর আগে ক্রিকেটারদের স্কিল অনুশীলনের আগে গা গরমের জন্য ব্যাডমিন্টন বা টেনিস খেলার কথা বলেন। গা-গরমের জন্য হলেও ক্রিকেটাররা ফুটবলটাকে খুব সিরিয়াস খেলে আর গোল করার চিন্তাও থাকে। এ কারণেই ইনজুরির সমস্যা হচ্ছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মঙ্গলবার বলেন, ‘এ বিষয়ে একটা বিধি-নিষেধ আনা প্রয়োজন। কারণ, অনেক ক্রিকেটাররই ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়ছে। টিম ম্যানেজম্যান্টের উচিত এ জায়গাটায় বিশেষ নজর দেওয়া।’
Discussion about this post