ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত কয়েক বছর ধরেই অসুস্থ তিনি। ২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার শরীরের এক পাশ প্রায় অবশ হয়ে যায়। দেশের বাইরে উন্নত চিকিৎসা শেষে অনেকটা সুস্থও হয়েছিলেন তিনি। কিন্তু দিন কয়েক আগে আরেক দুঃসংবাদে চুপসে যায় ক্রীড়াঙ্গনের মানুষেরা। লিভার ক্যান্সারে আক্রান্তের খবর জানা যায়। তবে লড়তে চেয়েছিলেন বাদল রায়। কিন্তু পারলেন না তিনি।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সংগঠক বাদল রায় মারা গেছেন। ২২ নভেম্বর, রোববার বিকেলে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের এই কিংবদন্তি ফুটবলার। রাজধানীর বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বাদল রায়।
এর আগে গত ৫ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি হন বাদল রায়। ১১ নভেম্বর অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় স্কয়ার হাসপাতালের আইসিইউতে। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক এ ফুটবলার এবার আর ফিরতে পারলেন না।
১৯৫৭ সালের ৪ জুলাই কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে জন্ম নেন বাদল রায়। আশির দশকে ফুটবল মাঠ কাঁপিয়েছেন বাদল রায়। ক্যারিয়ারের সেরা সময়ে খেলেছেন মোহামেডান স্পোর্টিংয়ে। জাতীয় দলেও দাপটে খেলে হয়েছিলেন অধিনায়ক। মোহামেডানের জার্সিতে খেলেন ১২ বছর। জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন পাঁচ বছর। ১৯৯০ সালে অবসরে যান তিনি।
সংগঠক হিসেবে মোহামেডানের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করার পর টানা তিনবার সহ-সভাপতি নির্বাচিত হন বাদল রায়। অলিম্পিক অ্যাসোসিয়েশনে সহ-সভাপতি ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের কোষাধ্যক্ষ হিসেবে আছেন তিনি।
বাদল রায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো বার্তায় বলা হয়েছে- জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায় এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
Discussion about this post