প্রচারের আলো থেকে কিছুটা যেন সরে গেল! দেশে আন্তর্জাতিক ক্রিকেটের আমেজের মধ্যেই শুরু ঘরোয়া ক্রিকেটের আকর্ষনীয় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী খান ও বিকেএসপির ৩ নম্বর মাঠে চলবে লড়াই, বুধবার থেকে।
প্রথম দিনে মাঠে নামছে অন্যতম ফেভারিট লিজেন্ডস অব রূপগঞ্জ। এদিন আরও মাঠে নামবে চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, নবাগত ঢাকা লিওপার্ডস ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হবে।
প্রথমদিন রূপগঞ্জের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ম্যাচটি হবে ফতুল্লায়। অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে দল গড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শিরোপায় চোখ রাখছে তারা। এরমধ্যে দল বদলের প্রথম দিন লিজেন্ডসদের দলে যোগ দেন পারভেজ হোসেন ইমন, আশিক-উল-ইসলাম নাঈম, ফারদিন হাসান, জাওয়াদ মোহাম্মদ রোহান ও আব্দুল হালিম। শেষ দিনে শনিবার নাম লেখালেন মুনিম শাহরিয়ার ও অভিজ্ঞ সোহাগ গাজী।
কিংবদন্তি ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জে থাকাটা নিশ্চিত। পুরোনো দলেই থাকছেন এই মহাতারকা। মাশরাফির সঙ্গে আগের বারের বেশিরভাগ ক্রিকেটারই রয়ে গেছেন লিজেন্ডস অব রূপগঞ্জে। অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান রুম্মন, পেসার আল আমিন, মুক্তার আলী, স্পিনিং অলরাউন্ডার তানবির হায়দার, উইকেটকিপার কাম হার্ডহিটার ইরফান শুক্কুর এবং ভারতীয় ক্রিকেটার চিরাগ জানি থাকছেন রূপগঞ্জে।
নতুন যুক্ত হলেন দুই তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার আর সিটি ক্লাবের তরুণ আশিক নাইম। একই দলের জাওয়াদ রোহানের দলও রূপগঞ্জ। এছাড়া বাঁ-হাতি স্পিনার রাজিবুল ইসলাম পেসার আব্দুল হালিম ও ওপেনার মাহমুদুল হাসান ইমনের সঙ্গে অলরাউন্ডার সোহাগ গাজীকেও নিল রূপগঞ্জ।
আগের বারের মতো রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপ পর্বে সব দলগুলো একটি করে ম্যাচ খেলবে একে অন্যের সঙ্গে। পয়েন্ট টেবিলের শীর্ষে ছয় দল খেলবে পরের রাউন্ড সুপার লিগে। ওই পর্বেও একে অপরের সঙ্গে একটি করে ম্যাচে লড়বে। সব শেষে টেবিলের শীর্ষ দলই হবে লিগের চ্যাম্পিয়ন। আর খেলা হবে ওয়ানডে ফরম্যাটে।
ডিপিএলের দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি। তৃতীয় রাউন্ড হবে ২১ ও ২২ ফেব্রুয়ারি। এখন পর্যন্ত তৃতীয় রাউন্ড পর্যন্ত সূচি ঘোষণা করে আয়োজক সিসিডিএম।
এদিকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিএলসি)। এই নিয়ে টানা ১১ বারের মতো ঢাকা লিগের টাইটেল স্পন্সর হলো প্রতিষ্ঠানটি। টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২২-২৩।’
প্রথম রাউন্ডের সূচি
১৫ মার্চ
লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম ঢাকা লিওপার্ডস (মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম)
লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব (ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম সিটি ক্লাব (বিকেএসপি-৩)
১৬ মার্চ
আবাহনী লিমিটেড বনাম ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড (মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম)
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব (বিকেএসপি-৩)
গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড (ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম)
Discussion about this post