কিছুতেই ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসতে পারছে না বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ দিয়েই টেস্টের ব্যর্থতা কাটিয়ে উঠতে চেয়েছিল দল। কিন্তু ফ্ল্যাট উইকেটে যারপরনাই ব্যর্থ ব্যাটসম্যানরা। সাকিব আল হাসান ও সাব্বির রহমান কেউই যেন রান তুলতে উইকেটে নামেন নি!
বৃহস্পতিবার ম্যানগাউং ওভালে প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২৫৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশ ৭ ওভারে বিনা উইকেটে তুলেছে ৩৬ রান।
ইনজুরি সেরে না উঠায় এই ম্যাচে দেখা যায়নি তামিম ইকবালকে। তাইতো ইমরুল কায়েস ও সৌম্য সরকার ইনিংস ওপেন করে। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টস জিতে ব্যাট নেয়াটা কাজে লাগাতে পারেনি দু’জন। ৩১ রানে ভাঙ্গে জুটি। সৌম্য ফিরেন ৩ রানে। যদিও ১ রানের মাথায় জীবন পেয়েছিলেন তিনি। তারপর ৩১ বলে ২৭ রানে ফিরে যান ইমরুল।
তারপর লিটন দাস ফিরেন ৮ রানে। মুশফিক ক্রিজে কিছুক্ষণ টিকে তার পথ ধরেন। করেন ২২ রান। ৬৩ রানে ৪ উইকেট দল যখন চাপে তখন সাকিব ও মাহমুদউল্লাহ হাল ধরেন। ৬০ বলে গড়েন ৫৭ রানের জুটি তারা। মাহমুদউল্লাহ ফিরেন ২১ রানে। তারপর সাকিব-সাব্বির গড়েন ৭৬ রানের জুটি। বিশ্রাম শেষে ফিরে সাকিব ৬৭ বলে ৬৮ রান করেন। ৫৪ বলে৫২ রানের ইনিংস আসে সাব্বির রহমানের ব্যাট থেকে। নাসির হোসেন ২৩ বলে ফিরেন ১২ রান করেন। মাশরাফি করেন ১৭।
এই ম্যাচ শেষে ১৫ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মাশরাফির বাংলাদেশ। পরে আরো দুটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৪৮.১ ওভারে ২৫৫ (ইমরুল ২৭, সৌম্য ৩, লিটন ৮, মুশফিক ২২, সাকিব ৬৮, মাহমুদউল্লাহ ২১, সাব্বির ৫২, নাসির ১২, সাইফ ১৩, মাশরাফি ১৭, মুস্তাফিজ ০*; হেনড্রিকস ১/৪০, ফ্রেইলিঙ্ক ২/২৫, সিবোতো ২/৪৯, বুদাজা ২/৪১, মাল্ডার ১/২৫)
Discussion about this post