এক ম্যাচ সাইড লাইনে থাকার পর ফের কলকাতা নাইট রাইডার্সের একাদশে সাকিব আল হাসান। ফিরেই বল হাতে আগের ছন্দে এই স্পিনার। সঙ্গে সুনীল নারাইনও হিসেবী বোলিং করলেন। এরপর রবিন উথাপ্পার ব্যাটে ঝড়। তাতেই সহজ জয় পেল কলকাতা নাইট রাইডার্স। বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬ উইকেটে হারাল কলকাতা।
এবারের আইপিএলে ১০ ম্যাচে এটি কলকাতার ৫ম জয়। সমান ম্যাচে মুম্বাইয়ের ৭ম হার।
৪ ওভার বোলিং করে ২১ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব।
ব্যাট হাতে শেষদিকে নেমে ৮ বলে করেন ৯ রান।
কটকের বারাবাতি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে মুম্বাই। ৫ উইকেট হারিয়ে তারা ২০ ওভারে করে ১৪১ রান। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ৮ বল বাকী থাকতে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। ৫২ বলে উথাপ্পা করেন ৮০ রান।
দিনের আরেক ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে পাঞ্জাব।
Discussion about this post