ব্লুমফন্টেইন টেস্টে তামিম ইকবালের অনুপস্থিতিটা বেশ ভোগাবে বলেই মনে হচ্ছে। ওপেনিংয়ে ব্যাটসম্যান পাওয়াটাই দুরহ হয়ে উঠেছে। শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনই ইনজুরিতে পড়েছেন আরেক ওপেনার ইমরুল কায়েস।
প্রথম দিনেই পেসার মুস্তাফিজুর রহমানের ডেলিভারিতে এইডেন মার্করামের ব্যাট ছুঁয়ে স্লিপে ক্যাচ উঠেছিল। প্রথম স্লিপে দাঁড়ানো ইমরুল কায়েসের একটু সামনে পড়ে বল। বলটি তার হাঁটুতে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। টেলিভিশন রিপ্লেতে দেখে মনে হয়েছে, আঘাত বেশ গুরুতর। মেডিকেল দল শুশ্রুষা করলেও ঠিক মতো দাঁতাতে পারলেন না ইমরুল।
কাঁধে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠের বাইরে যান তিনি। এরপর ইমরুলের বদলে ফিল্ডিং করতে নামেন মেহেদী হাসান মিরাজ।
টেস্টে ওয়ানডে স্টাইলে খেলছে দক্ষিণ আফ্রিকা। এ টেস্টেও বাংলাদেশ টস জিতেছে। এবারো অধিনায়ক মুশফিকুর রহীম বল তুলে দিলেন বোলারদের হাতে। শুক্রবার প্রথম দিনের পুরোটাই বাংলাদেশের হতাশায় কেটেছে। ওয়ানডে স্টাইলে খেলে দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিনই তুলেছে ৪২৮ রান। উইকেট হারিয়েছে মাত্র তিনটি।
Discussion about this post