বাংলাদেশ ক্রিকেটে ফের ফিরছেন জেমি সিডন্স। ১১ বছর পর আবার ফিরে আসছেন এই অস্ট্রেলিয়ান। সাকিব আল হাসান, তামিম ইকবালদের সাবেক এই গুরুকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিল বিসিবি। ৫৭ বছর বয়সী এই কোচের নিযোগ নিশ্চিতের খবর দিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। সে কোথায় কাজ করবে, কী করবে, তা এখনও ঠিক হয়নি। তবে আমরা আশা করছি, সব ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতেই সে কাজ শুরু করবে। সে কোথায় কাজ করবে, এটা আমরা ঠিক করব। আমরা যদি বলি এইচপি, তাহলে সেখানেই। যদি জাতীয় দল কিংবা অনূর্ধ্ব-১৯ বা বাংলা টাইগার্স, যদি ১৫-১৬ জন ছেলেকে আলাদা করে তার হাতে দেই, এখনও চূড়ান্ত করিনি।’
জানা গেছে, দুই বছরের জন্য সিডন্সের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। এর আগে ডেভ হোয়ামোর অধ্যায় শেষে ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশের কোচ হন সিডন্স। এরপর ২০১১ বিশ্বকাপের ব্যর্থতায় সিডন্সের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বিসিবি। তারপরই ২০১১ সালেই নিউজিল্যান্ডে ওয়েলিংটন ফায়ারবার্ডসের কোচ হন তিনি। ২০১৫ সালে সাউথ অস্ট্রেলিয়ার প্রধান কোচ হন।
সিডন্স কখনও টেস্ট না খেলা ব্যাটসম্যানদের মধ্যে দেশটির সেরা ব্যাটসম্যান। শেফিল্ড শিল্ডে ১০ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান কিন্তু জাতীয় দলে সুযোগই মেলেনি।
Discussion about this post