সমীকরণ মিলল না। টানা দুই বছর ধরে পরিশ্রম করে ফাইনালে উঠে এক ম্যাচেই সেই স্বপ্ন শেষ! নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৮ উইকেটের হার মানতে পারছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভবিষ্যতে ৩ ম্যাচের ফাইনাল সিরিজ চাইছেন ভারতের অধিনায়ক।
২০১৯ সালের বিশ্বকাপের সেমি-ফাইনালের পর ইংল্যান্ডের মাঠে ফের কেন উইলিয়ামসনদের বিপক্ষে হার। তবে কিছুতেই যেন মানতে পারছেন না কোহলি, ‘মাত্র একটি ম্যাচ ঠিক করে দেবে বিশ্বের সেরা টেস্ট দল কোনটি, এটা আমি মানতে রাজি নই। টেস্ট সিরিজ হলে দলের চারিত্রিক গঠন অনেক বেশি বোঝা যায়। বোঝা যায় হেরে গিয়েও ফিরে আসার মানসিকতা কোন দলের রয়েছে। এটা হতে পারে না যে চাপের মুখে তুমি দু’দিন ভাল খেললে, তারপর হেরে গিয়ে তুমি আর বিশ্বের সেরা টেস্ট দল নয়। আমি এটা বিশ্বাস করি না।’
অন্যদিকে আনন্দের বন্যা নিউজিল্যান্ডে। অনেক প্রতীক্ষার পর যে ধরা দিল আইসিসি শিরোপা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড- দারুণ অর্জন। এবার দুই বছরের পরিশ্রম স্বার্থক হলো। আনন্দে তো ভাসবেনই কেন উইলিয়ামসনরা।
২০০০ সালে নকআউট বিশ্বকাপ জিতেছিল নিউজিল্যান্ড। তারপর নেই কোনো আইসিসি ট্রফি। বিশ্বকাপ হতাশার অন্য নাম হয়েছে। এবার আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার পর টেস্ট চ্যাম্পিয়নশিপেরও চ্যাম্পিয়ন।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ২১৭/১০
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ২৪৯/১০
ভারত ২য় ইনিংস: (আগের দিন ৬৪/২) ৭৩ ওভারে ১৭০ (পুজারা ১৫, কোহলি ১৩, রাহানে ১৫, পান্ত ৪১, জাদেজা ১৬, অশ্বিন ৭, শামি ১৩, ইশান্ত ১*, বুমরাহ ০; সাউদি ১৯-৪-৪৮-২, বোল্ট ১৫-২-৩৯-৩, জেমিসন ২৪-২-৩০-২, ওয়্যাগনার ১৫-২-৪৪-১)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস: (লক্ষ্য ১৩৮) ৪৫.৫ ওভারে ১৪০/২ (ল্যাথাম ৯, কনওয়ে ১৯, উইলিয়ামসন ৫২*, টেইলর ৪৭*; ইশান্ত ৬.২-০-২১-০, শামি ১০.৫-৩-৩১-০, বুমরাহ ১০.৪-২-৩৫-০, অশ্বিন ১০-৫-১৭-২, জাদেজা ৮-১-২৫-০)।
ফল: ৮ উইকেটে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড।
ফাইনালসেরা: কাইল জেমিসন।
Discussion about this post