ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বঙ্গবন্ধু বিপিএলে শেষ চট্টগ্রাম পর্ব শেষ। ২৭ ডিসেম্বর মিরপুরে দিনের প্রথম ম্যাচে লড়বে ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরের ম্যাচে মুখোমুখি খুলনা টাইগার্সের ও রংপুর রেঞ্জার্স
তার আগে পয়েন্ট তালিকায় দাপট চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ইমরুল কায়েসের দল। রাজশাহী রয়্যালস ও ঢাকা প্লাটুন ৮ পয়েন্ট নিয়ে আছে এরপরই।
আগের মতোই তলানিতে আছে রংপুর রেঞ্জার্স ও সিলেট থান্ডার। তাদের পরের রাউন্ডে ওঠার পথটা কঠিন হয়ে গেছে।
দেখে নিন পয়েন্ট তালিকা
দল ম্যাচ জয় হার পয়েন্ট
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭ ৫ ২ ১০
রাজশাহী রয়্যালস ৫ ৪ ১ ৮
ঢাকা প্লাটুন ৬ ৪ ২ ৮
খুলনা টাইগার্স ৫ ৩ ২ ৬
কুমিল্লা ওয়ারিয়র্স ৬ ২ ৪ ৪
সিলেট থান্ডার ৬ ১ ৫ ২
রংপুর রেঞ্জার্স ৫ ১ ৪ ২
Discussion about this post