ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনালে হেসে খেলে জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ। প্রাথমিক পর্বে দুর্দান্ত খেললেও নাজমুল হোসেন শান্ত রোববার ফাইনালে ৭ উইকেটে হারাল মাহমুদউল্লাহর দল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শান্ত একাদশকে ১৭৩ রানে আটকে দেয় মাহমুদউল্লাহরা। এরপর লিটনের দাপুটে ব্যাটিংয়ে ১২২ বল বাকি রেখেই জয়।
ফাইনালে সেরা পেসার সুমন খান। ২০ বছর বয়সী এই পেসার নেন ৩৮ রানে ৫ উইকেট। এরপর লিটন করেন ৬৯ বলে ৬৮ রান। অপরাজিত ৫২ রান ইমরুল কায়েসের।
সংগতভাবেই ম্যাচসেরা পেসার সুমন খান। ফাইনালের সেরা ব্যাটসম্যান প্রতিপক্ষের ইরফান শুক্কুর। যিনি দলের বিপর্যয়ে ৭৫ রানের দারুণ এক ইনিংস। তবে টুর্নামেন্টের সেরা মুশফিকুর রহিম। সেরা বোলার রুবেল হোসেন। যিনি ১২ উইকেট তুলে নিয়েছেন টুর্নামেন্টে।
চলুন দেখে নেই বিসিবি প্রেসিডেন্টস কাপে কে কী পেল-
ম্যান অব দা ফাইনাল: সুমন খান
ব্যাটসম্যান অব দা ফাইনাল: ইরফান শুক্কুর
বোলার অব দা ফাইনাল: সুমন খান
ফিল্ডার অব দা ফাইনাল: নুরুল হাসান
ম্যান অব দা টুর্নামেন্ট: মুশফিকুর রহিম
ব্যাটসম্যান অব দা টুর্নামেন্ট: ইরফান শুক্কুর
বোলার অব দা টুর্নামেন্ট: রুবেল হোসেন
ফিল্ডার অব দা টুর্নামেন্ট: নুরুল হাসান সোহান
কামব্যাক প্লেয়ার অব দা টুর্নামেন্ট: তাসকিন আহমেদ
প্রমিজিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট: রিশাদ হোসেন
Discussion about this post