ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনেকটা কপাল গুনেই বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে উঠেছে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ। রোববার কাঙ্ক্ষিত ফাইনালে তারা নাজমুল একাদশের মুখোমুখি হবে। ম্যাচটি শুরু দুপুর দেড়টায়। তার আগে এ ম্যাচে ভালো কিছু করে দেখাতে আশাবাদী মাহমুদউল্লাহ রিয়াদ।
বিসিবি প্রেসিডেন্টস কাপের গ্রুপ পর্বটা মাহমুদউল্লাহ একাদশের খুব একটা ভালো যায়নি। ৪ ম্যাচে মোটে দুই জয় পাওয়ার পাশাপাশি রান রেট ছিল তলানির দিকে। ফাইনালে উঠতে তাদের তাকিয়ে থাকতে হয়েছে নাজমুল একাদশ ও তামিম একাদশের ম্যাচের দিকে। গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে তামিমরা ৭ রানে হারার ফলে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালের টিকিট পায় রিয়াদের দল।
বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল খেলতে পেরে বেশ উচ্ছ্বসিত রিয়াদ, ‘প্রথমে আলহামদুলিল্লাহ, আমরা এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছি। আগের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। বলা যায় সৌভাগ্যক্রমে আমরা ফাইনাল খেলছি। একদিন থেকে ভালো লাগছে। কারণ অনেকদিন পরে আমরা একটা টুর্নামেন্ট খেলছি।’
তিনি আরো বলেন, ‘করোনার সময় ক্রিকেট বন্ধ ছিল এবং আলহামদুলিল্লাহ বিসিবির উদ্যোগে আমরা সবাই ভালো একটা টুর্নামেন্ট খেলছি। আমরা তো সেটার ফাইনালও খেলতে পারছি। তো সেদিক থেকে আমরা সবাই মুখিয়ে আছি যেন ফাইনালে ভালো খেলতে পারি।’
শ্রীলঙ্কা সফর না হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করে প্রেসিডেন্টস কাপ। লিস্ট-এ ক্রিকেটের মর্যাদা না থাকলেও পারফর্ম দিয়ে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছেন ক্রিকেটাররা। এখানেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন রিয়াদ,‘যদিও এটা একটা প্রস্তুতিমূলক টুর্নামেন্ট কিন্তু আমার মনে হয় আমরা প্রতিটা খেলোয়াড়ই খুব সিরিয়াসলি খেলেছি। সবাই খুব প্রতিযোগিতামূলকভাবেই খেলেছি। সবার ভেতরেই সেই প্রতিযোগিতাটা ছিল, যেন আমরা একজন আরেকজনের চেয়ে ভালো করতে পারি।’
Discussion about this post