ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে শনিবার জিতেছে গাজী ট্যাংক ক্রিকেটার্স, ব্রাদার্স ইউনিয়ন, প্রাইম ব্যাংক সিসি এবং আবাহনী লিমিটেড। গাজী ১১৪ রানে সহজেই হারায় ভিক্টোরিয়া স্পোটিংকে। শেখ জামালের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে ব্রাদার্স। খেলাঘরের বিপক্ষে ৫৯ রানে জিতেছে প্রাইম ব্যাংক সিসি। দিনের আরেক ম্যাচে কলাবাগান কেসিকে ৬ উইকেটে হারিয়েছে আবাহনী।
দশম রাউন্ডে গাজী ট্যাংক ক্রিকেটার্স রীতিমতো উড়িয়ে দিল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। আরাফাত সানি (৪/১৩) আর আসহার জাইদির (৩/১৯) বোলিং তোপে পড়ে ভিক্টোরিয়ার ইনিংস শেষ ১৩৭ রানে। গাজী ট্যাংক ম্যাচ জিতে ১১৪ রানে। এই জয় দিয়ে তারা পেয়ে গেছে সুপার লিগের ছাড়পত্র। মোহামেডানকে পেছনে ফেলে শীর্ষে এখন তারাই।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সকালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে গাজী ট্যাংক ৫০ ওভারে ৮ উইকেটে হারিয়ে করেছে ২৫১ রান। ৪৭ রান এসেছে ইমরুল কায়েস ও রকিবুল হাসানের ব্যাট থেকে। জ্যাকব ওরাম ২১ বলে ঝড়ো গতিতে করেছেন ৫৪ রান।
শনিবার সাভারের বিকেএসপিতে কলাবাগান ক্রীড়া চক্র লড়ছে আবাহনীর সঙ্গে। ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে কলাবাগান ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪০ রান। নাসিরুদ্দিন ফারুক করেছেন ৪৮। তাসামুল হক করেন ৫০। জবাবে ব্যাট করতে নেমে আবাহনী ৪৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। জর্জ স্মিখ করেন ৮৯ রান। এই জয়ে রেলিগেশনের শঙ্কা কাটল আবাহনীর।
প্রিমিয়ার ক্রিকেট লিগে শনিবারের আরেক খেলায় ফতুল্লায় প্রাইম ব্যাংক সিসির প্রতিপক্ষ খেলাঘর সমাজ কল্যান সমিতি। ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে করেছে ২২৫ রান। তৈয়বুর পারভেজ করেন ৬৪ রান। জবাবে ব্যাট করতে নেমে খেলাঘর ৪৩.১ ওভারে অলআউট হয়ে করে ১৬৬ রান। শুভাগত হোম করেন ৫১। রবি বোপারা নেন ৩ উইকেট।
বিকেএসপির দুই নম্বর মাঠে ব্রার্দাস ইউনিয়নের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টস জিতে ব্যাট করতে নেমে শেখ জামাল ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে করেছে ১৫০ রান। জবাবে ব্যাট করতে নেমে ব্রাদার্স ৩৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
Discussion about this post