লিগের প্রথম পর্ব শেষে মোহামেডানের সঙ্গে যৌথভাবে শীর্ষে থেকে সুপার লিগ শুরু করেছিল গাজী ট্যাংক ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর। শুক্রবার সুপার সিক্সে শেষ ম্যাচের আগেও একই সমীকরণ-গাজী-প্রাইম সমান সমান। দু’দলের পয়েন্ট সমান ১৫ খেলায় ২০। তাইতো শুক্রবারের ম্যাচটি হয়ে উঠে অলিখিত ফাইনাল। যে জিতবে তারই ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা তারই।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ছুটির দিনে সেই লড়াইয়ে বাজিমাত গাজী ট্যাংক ক্রিকেটার্সের (লিজেন্ডস অব রুপগঞ্জ)। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৬০ রানের সহজ জয় দিয়ে তারাই প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন!
সকালে টস জিতে গাজী ট্যাংককে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায় প্রাইম দোলেশ্বর। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৯৫ রান করে গাজী ট্যাংক। এউইন মরগান ৮৪ এবং অধিনায়ক মাহমুদউল্লাহ ৫১ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয়ে যায় দোলেশ্বর। ৩৯ রান দিয়ে ৪ উইকেট নেন আসার জাইদি। নাঈম ইসলাম জুনিয়র ৩৮ রানে ৩ উইকেট ও রুবেল হোসেন নেন ২১ রানে ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
গাজী ট্যাংক : ২৯৫/৭, ৫০ ওভার (ইমরুল ৪০, রিয়াজুল ৩৬, রকিবুল ২৭, মরগ্যান ৮৪, মাহমুদউল্লাহ ৫১, ডোসেট ৩৫*, তাইজুল ২/৭৪)। প্রাইম দোলেশ্বর : ২৩৫/১০, ৪৫.৪ ওভার (রনি ১৭, মমিনুল ৮৬, ফরহাদ রেজা ৭৯, সোহাগ গাজী ২২, রুবেল ২/২১, আজহার জাইদী ৪/৩৯, নাঈম জুনিয়র ৩/৩৮)।
ফল : গাজী ট্যাংক ৬০ রানে জয়ী। ম্যাচসেরা : এউইন মরগ্যান।
লিগ শেষে পয়েন্ট তালিকা
ক্লাব ম্যাচ জয় হার পয়েন্ট
গাজী ট্যাংক ক্রিকেটার্স ১৫ ১১ ৪ ২২
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ১৫ ১০ ৫ ২০
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ১৫ ১০ ৫ ২০
মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৫ ৯ ৬ ১৮
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১৫ ৭ ৮ ১৪
কলাবাগান ক্রিকেট একাডেমি ১৫ ৬ ৮ ১৩
Discussion about this post