একপেশে লড়াই থাকছে না ঢাকা প্রিমিয়ার ক্রিকেট। সুপার লিগ শুরু হতেই প্রান ফিরে পেল ৫০ ওভারের দেশসেরা এই ঘরোয়া টুর্নামেন্ট।
এখন স্পষ্ট করে বলার সুযোগ নেই শিরোপা জিতবে কারা। মোহামেডান ছাড়া বাকী ৫ দল প্রাইম দোলেশ্বর, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ আর কলাবাগান ক্রিকেট একাডেমি আছে শিরোপা লড়াইয়ে।
এ অবস্থায় ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আবাহনী, প্রাইম ব্যাংক। এরপরই আছে ১৮ পয়েন্ট প্রাইম দোলেশ্বর।
গতবারের চ্যাম্পিয়ন লিজেন্ডস অব রূপগঞ্জও আছে লড়াইয়ে। দলের স্বত্বাধিকারি ও শীর্ষ ক্রিকেট কর্তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা ঠুকেছে বিসিবি। মাঠে ক্রিকেটাররা সঙ্গে থাকতে পারছেন না দলের কর্মকর্তারা। পুলিশ হানা দিচ্ছে বাড়িতে। মাঠ আর মাঠের বাইরে নানা বৈষম্যের শিকার হলেও লড়ে যাচ্ছেন চ্যাম্পিয়নরা। ১৬ পয়েন্ট নিয়ে রূপগঞ্জের পাশাপাশি কলাবাগান ক্রিকেট একাডেমিও থাকছে শিরোপা লড়াইয়ে।
Discussion about this post