এবার প্রাক্তন ক্রিকেটাররা কোচিংয়ে দিলেন মনোযোগ! তাদের নিয়েই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে তিন দিনব্যাপী আধুনিক ক্রিকেট কোচিং কোর্স। এই উদ্যোগকে দেশের ক্রিকেটে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কোর্সে অংশ নিয়েছেন সাবেক টেস্ট ক্রিকেটাররা-মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস, মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গে বর্তমান কোচিং পেশায় থাকা হান্নান সরকার, জাভেদ ওমর ও রাজিন সালেহরা।
বিসিবি প্রধান বুলবুল বলছিলেন, ‘আমাদের লক্ষ্য দেশীয় স্পেশালিস্ট ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ তৈরি করা। প্রথম ধাপ হিসেবে আমরা ব্যাটিং কোচ দিয়ে শুরু করেছি। যারা এখানে আছেন, তারা আমার চোখে বিশ্বসেরা।’
তিনি আরও বলেন, ‘এখানে ১২ জন টেস্ট ক্রিকেটার আছেন। খেলতে খেলতে যদি তারা নিজের সমস্যা সমাধান করতে শেখে, তবে আরও ভালো খেলোয়াড় হবে। আন্তর্জাতিক অভিজ্ঞতার সঙ্গে উচ্চমানের কোচিং একত্রিত হলে এমন সমন্বয় পৃথিবীতে বিরল হবে।”
বুলবুলের মতে, সাবেক ও বর্তমান খেলোয়াড়দের প্রশিক্ষণের মাধ্যমে ন্যাশনাল, এজ গ্রুপ ও অনূর্ধ্ব-১৯ দলের কোচিং সিস্টেম আরও শক্ত হবে। তিনি আশ্বাস দেন, ‘এই কোর্স দেশের ক্রিকেটে স্পেশালিস্ট কোচ তৈরির নতুন দিগন্ত খুলবে। রিয়াদ, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ-এরা সবাই প্রতিষ্ঠিত এবং সফল টেস্ট ক্রিকেটার। আমি একটি ছোট্ট হিসাব দিই, যদি তারা আন্তর্জাতিক পর্যায়ে খেলেও কোচিং অভিজ্ঞতা শূন্য থাকে, তাহলে তো তারা কোচ হতে পারবেন না।’
মজার ব্যাপার হলো-বর্তমানে কোচের দায়িত্ব পালন করা মোহাম্মদ সালাহউদ্দিন, সোহেল ইসলাম ও তালহা জুবায়েরও অংশ নিচ্ছেন এই কোর্সে।
Discussion about this post