১৯৯১-৯২ মৌসুমের পর এবারই প্রথম ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ হচ্ছে ১১ দল নিয়ে। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব লিগে অংশগ্রহণ করছে না। সংগতভাবেই বিব্রত হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হয়ৈছেও তাই। দলটির প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত। একইসঙ্গে শাস্তিও হতে পারে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের।
আনুষ্ঠানিকভাবে না বললেও গুঞ্জন- পারিশ্রমিক ইস্যুতে আসন্ন ডিপিএল থেকে নিজেদের সরিয়ে নিয়েছে দলটি। শেষ মুহূর্তে দোলেশ্বর না আসায় বাকি ১১ দল নিয়ে শুরু হচ্ছে এবারের ঢাকা লিগ। এ অবস্থায় প্রাইম দোলেশ্বরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বিসিবি।
সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এই বিষয়টা আমরা টুর্নামেন্ট শুরুর অল্প কিছু দিন আগে জেনেছি এবং ১১ দল নিয়েই সূচি করতে বাধ্য হয়েছি। আমাদের কাছে আর কোনো সুযোগ ছিল না। বোর্ডকে সিদ্ধান্তের জন্য দেওয়া হয়েছে, বোর্ড সিদ্ধান্ত নেবে। আইনি ব্যবস্থা নেওয়াসহ আমাদের টেকনিক্যাল বিষয়গুলো চলছে। শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটা ভেবেই নেওয়া হবে। এটা আমাদের জন্য একটু বিব্রতকর যে টুর্নামেন্ট শুরুর অল্প কিছু দিন আগে জেনেছি একটা দল অংশ নিচ্ছে না বাংলাদেশের প্রধান একটা লিগে। ইতোমধ্যে সিসিডিএম বৈঠক করেছে এবং তাদের ছাড়াই আমরা সূচি করতে বাধ্য হয়েছি। বোর্ড আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’
গতবার ফরহাদ রেজার নেতৃত্বে প্রাইম দোলেশ্বর লিগ পর্বে ১১ ম্যাচে ৭ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে ছিল দ্বিতীয় স্থানে। সুপার লিগ পর্ব শেষ করে তৃতীয় থেকে। কিন্তু সেই দলটি এবার দলবদলের সময় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) চিঠি দিয়ে জানায়- লিগে অংশ নেবে না তারা।
নিজামউদ্দিন বলেন, ‘তারা নির্দিষ্ট কোনো কারণ বলেনি। লিগে অংশ নিতে অপারগতা জানিয়েছে। এটা বোর্ড ও ক্লাবের বিষয়। গভর্নিং বডি হিসেবে আমাদের কাছে বিষয়টি আসলে আমরা বিষয়টি দেখার চেষ্টা করি। এখনও সেভাবেই হচ্ছে। কিন্তু অংশ না নেওয়া পুরো অন্যরকম বিষয়। বাইলজ দেখে, বোর্ডের সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেব।’
ডিপিএলে অংশ নেওয়া ১১টি দল
মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রুপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, সিটি ক্লাব ও রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
Discussion about this post