ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত বুধবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন সাকিব আল হাসান। তবে গত কয়েকদিন অনুশীলনে এতোটা সিরিয়াস দেখা যায় নি তাকে। এবার ব্যাটে-বলে ছন্দ ফিরে পেতে ঘাম ঝরানো প্রস্তুতি শুরু করে দিয়েছেন সাকিব আল হাসান। রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে প্রায় ৪৫ মিনিট ব্যাট করলেন বাংলাদেশ অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগেই নিজেকে ফিরে পেতে লড়ে যাচ্ছেন সাকিব।
মিরপুরের হোম অব ক্রিকেটের নেটে দীর্ঘ সময় ধরে ব্যাটিং করেন নি টেস্ট অধিনায়ক। এবার মুস্তাফিজুর রহমান-আরিফুল হকের পেসের ব্যাট করলেন। রোববার দুপুরে সাকিবের সঙ্গে মাহমুদউল্লাহ যান প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে। হোটেলে না গিয়ে সরাসরি বিমানবন্দর থেকে চলে যান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানে পৌঁছেই নেটে অনুশীলন শুরু করে দেন তারা।
কোচ স্টিভ রোডস সাকিবকে পেয়ে খুশি। তার নির্দেশনায় সন্ধ্যা পর্যন্ত ক্রিকেটাররা অনুশীলন করলেন। এরপর বাংলাদেশ কোচ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আবারো সাকিবকে ফিরে পাওয়া অবশ্যই স্বস্তির ব্যাপার। আমি বরাবরই বলেছি সাকিব মাস্টার ট্যাকটিশিয়ান। মিরপুর টেস্টে অধিনায়ক হিসেবে রিয়াদ বেশ ভালো করেছে। তবে সাকিবের ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি কৌশল, বুদ্ধিমত্তা বাংলাদেশ দলের সাফল্যের জন্য জরুরী। দুহাত বাড়িয়ে সাকিবকে স্বাগত জানাচ্ছি আমরা। বলতে চাই ওর আঙুলের অবস্থা এখন মনে হচ্ছে বেশ ভালো।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ২২ নভেম্বর খেলতে নামবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে যেখানে সাকিবের নেতৃত্বে খেলবে টাইগাররা।
Discussion about this post