ঈদের ছুটি শেষ হতে আরো কিছুদিন বাকী। কিন্তু আয়েশী সময় কাটাতে আর ভাল লাগছে না ক্রিকেটারদের। তাইতো জাতীয় দলের ক্রিকেটারদের অনেকেই নেমে পড়ছেন অনুশীলনে। অস্ট্রেলিয়া সিরিজের জন্য ১০ জুলাই শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। তার আগেই মিরপুরের হোম অব ক্রিকেটে ব্যাট-বল নিয়ে নেমে পড়লেন কন্ডিশনিং ক্যাম্পের জন্য ডাক পাওয়া দলের বেশ কয়েকজন ক্রিকেটার।
ঈদ আনন্দ শেষে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সাব্বির রহমান, মুমিনুল হকরা শুরু করেছেন অনুশীলন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিমে ফিটনেস ঠিক করে নিচ্ছেন ক্রিকেটাররা। কাউকে অবশ্য দেখা গেল নেটে ব্যাট হাতে অনুশীলন করছেন। তাদেরই একজন মুমিনুল হক। টেস্ট দলের অন্যতম এই সদস্য বলছিলেন, ‘এখন জিম এবং রানিং সেশনে বেশি গুরুত্ব দিচ্ছি। অনেকদিন পর অনুশীলনে এসেছি। এখন আমার মনে হয় ফিটনেস নিয়েই আগে কাজ করা উচিত। তারপর ব্যাটিং-বোলিং অনুশীলন শুরু করবো।’
দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দল ভাল খেলবে বাংলাদেশ। এমনই প্রত্যয় মুমিনুলের। জানালেন, ‘পরিচিত কন্ডিশনে কী করে খেলতে হবে, সেটা আমরা জানি। তাছাড়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ক্রিকেট খেলেছি। আমার মনে হয় অজিদের বিপক্ষেও খুব ভালো ক্রিকেট খেলব। বিশেষ করে টেস্ট ক্রিকেটে ভাল খেলার জন্য প্রস্তুত আমরা।’
ক্যাম্পের জন্য ঘোষিত প্রাথমিক দল-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, কামরুল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, সাইফ উদ্দিন, এনামুল হক, আবুল হাসান, আল আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলী, তানবীর হায়দার, সাকলাইন সজীব ও শফিউল ইসলাম।
Discussion about this post